একটি রাস্তার মাঝে কয়েকজন লোকের যানবাহন ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করা, আগুন লাগিয়ে দেওয়ার একটি ভিডিও সম্প্রতি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা করেন, ভিডিওটিতে মালদার (Malda) মোথাবাড়িতে (Mothabari) হিন্দুদের উপর মুসলমানদের হামলার দৃশ্য দেখা যায়।
বুম দেখে ভাইরাল ভিডিও বাংলাদেশের সিলেটের, পশ্চিমবঙ্গের নয়। ২০২৩ সালে বিএনপির ডাকা এক অবরোধের সমর্থনে মশাল মিছিল থেকে যানবাহন, একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার দৃশ্য দেখা যায় এই ভিডিওতে।
গত ২৭শে মার্চ পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়িতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিকরা জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন এবং সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
মালাদায় উত্তেজনার খবর ছড়ানোর পর সোশ্যাল মিডিয়ায় ৪১ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়।
একটি ফেসবুক পেজের তরফ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "এটা কোনো বাংলাদেশের ফুটেজ নয় এটা গতকাল রাতের পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়ির ঘটনা...দেখুন কি ভাবে জেহাদি দুষ্কৃতী বাহিনী হিন্দুদের বাড়ী, গাড়ী, দোকান ভাঙচুর করছে...।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভিডিওটির কিফ্রেমের গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ভাইরাল ক্লিপটির একটি দীর্ঘতর সংস্করণ একটি বাংলাদেশী ফেসবুক পেজে ২৬ নভেম্বর, ২০২৩ তারিখে আপলোড করা হয়েছে দেখতে পায়। ওই ভিডিওতে একটি মশাল মিছিলের দৃশ্যও দেখা যায়।
পোস্টটির ক্যাপশন অনুসারে দৃশ্যগুলি বাংলাদেশের সিলেটের একটি অবরোধের।
এরপর, আমরা ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে ভাইরাল ভিডিওর দৃশ্যসহ ২৭ নভেম্বর, ২০২৩-এ আপলোড করা বাংলাদেশী সংবাদমাধ্যম প্রথম আলোর একটি ভিডিও প্রতিবেদন পাই। প্রতিবেদন অনুসারে, সিলেট শহরে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মশাল মিছিল হয় এবং সেখান থেকেই যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাস্থল সিলেটের সুবিদবাজার এলাকা এবং মশালের আগুন দিয়েই আগুন লাগানো হয় রিকশা, অটো ছাড়াও একটি অ্যাম্বুলেন্সেও।
দ্য ডেইলি সিলেট মিরর ২৬ নভেম্বর, ২০২৩ তারিখে তাদের রিপোর্টে জানায়, বিএনপি ও তাদের সমর্থনকারী দলগুলির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলাকালীন অবরোধের সমর্থনে একটি মশাল মিছিল বের করে।
রাত সাড়ে ৮টার দিকে ওই মিছিল পাঠানটুলার থেকে সুবিদবাজার মোড়ে পৌঁছিয়ে রাস্তায় দাঁড়ানো একটি রিকশা, অটো ও পাঠানটুলা থেকে আম্বরখানাগামী একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় সুবিদবাজার এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়ায়।
বাংলাদেশ ভিত্তিক সংবাদমাধ্যম ডিবিসি নিউজও এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।