Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

রায়বরেলীতে মহিলা পুলিশের উপর প্রাণঘাতী হামলা বলে ছড়াল শুটিংয়ের ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিওয় আসলে ক্রাইম পেট্রোলের একটি পর্বের শুটিংয়ের দৃশ্য দেখা যায়, এটি কোনও আসল ঘটনা নয়।

By - Srijanee Chakraborty | 3 Nov 2025 5:44 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুলিশের ইউনিফর্ম পরিহিত এক মহিলার উপর প্রাণঘাতী হামলার একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন সেটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বরেলীর (Raebareli) এক মহিলা পুলিশ কর্মীকে (female police constable) দুষ্কৃতিদের গুলি করার ভিডিও। 

বুম দেখে দাবিটি ভুয়ো; ভাইরাল ভিডিওয় আসলে সোনি চ্যানেলের অনুষ্ঠান ক্রাইম পেট্রোলের একটি পর্বের দৃশ্য দেখা যায়। রায়বরেলী পুলিশের তরফ থেকেও ভাইরাল দাবিটি খণ্ডন করা হয়েছে।

ভাইরাল দাবি 

মহিলা পুলিশ কর্মীর উপর গুলি চালানোর ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "বিজেপি শাসিত রাজ্যে প্রকাশিত ভাবে এক মহিলা পুলিশ কমী কে। গুলি করে মারলো।" (সকল বানান অপরিবর্তিত)

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম

১. ভাইরাল ভিডিও শুটিংয়ের: বুম দাবিটির সত্যতা যাচাই করতে ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মারফত আমরা ৩০ অক্টোবর, ২০২৫-এর একটি ইনস্টাগ্রাম পোস্টে ভাইরাল দৃশ্য দেখতে পাই। পোস্টের ক্যাপশন অনুসারে ভিডিওটি কোনও সিনেমা বা সিরিয়ালের শুটিং চলাকালীন তোলা হয়েছে। আমরা লক্ষ্য করি কয়েকজন ব্যবহারকারী ভিডিওটি ক্রাইম পেট্রোলের দৃশ্য বলে চিহ্নিত করেছেন। ajaygupta6520 নামক ওই ইনস্টাগ্রাম পেজে এধরণের একাধিক শুটিংয়ের সময় তোলা ভিডিও দেখা যায়। 

আমাদের অনুসন্ধান থেকে ইঙ্গিত নিয়ে সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা একটি ইউটিউব চ্যানেলে ২৩ সেপ্টেম্বর, ২০২৫-এ আপলোড করা ক্রাইম পেট্রোলের একটি পর্ব পাই। ওই পর্বের ৪:০৯ মিনিটে ভাইরাল দৃশ্য দেখা যায়। ভিডিওর কৃতজ্ঞতা হিসাবে ক্রাইম পেট্রোল ২.০-র ১০২ নম্বর পর্বের উল্লেখ করা হয়েছে যা সোনি লিভেও দেখা যাবে।

নীচে ভাইরাল ভিডিওর সঙ্গে ক্রাইম পেট্রোলের পর্ব থেকে নেওয়া দৃশ্যের স্ক্রিনশটের একটি তুলনা দেখা যাবে। 


২. রায়বরেলী পুলিশের বক্তব্য: ভাইরাল ভিডিওসহ একটি এক্স পোস্টের উত্তরে রায়বরেলী পুলিশ তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে গত ২ নভেম্বর ভাইরাল দাবিটি খণ্ডন করে জানিয়েছে ভিডিওটি কোনও শুটিংয়ের দৃশ্য যা ভুয়ো দাবিসহ ছড়ানো হয়েছে।পুলিশের তরফ থেকে আরও জানানো হয় ভুয়ো দাবিটি যিনি ছড়িয়েছেন তার বিরুদ্ধে আইটি আইন অনুসারে মামলা করা হবে এবং জনগণকে এই ধরণের ভুয়ো দাবি না ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেয় পুলিশ। 

Tags:

Related Stories