সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টেলিভিশনে সংবাদ চলার সময় এক উপস্থাপককে হাসতে দেখা যাওয়ার ভিডিওয় দাবি করা হচ্ছে যে, ভিডিওতে জিম্বাবোয়ের (Zimbabwe) এক টেলিভিশন উপস্থাপককে দেখা যাচ্ছে যিনি সাম্প্রতিক জিম্বাবোয়ে-পাকিস্তান (Zimbabwe-Pakistan) ম্যাচের কথা আলোচনা করতে গিয়ে হাসছেন, খেলাটিতে পাকিস্তান (Pakistan) পরাজিত হয়েছে।
বুম অনুসন্ধান করে যে দাবিটি ভুয়ো এবং দুবছরের পুরনো এই ভিডিওটিতে ফুটবল লিগের ম্যাচ ফিক্সচার পড়ার সময় ইউরোপীয় ক্লাবগুলির (European Football Clubs) নাম ভুল উচ্চারণ করে ঘানার (Ghanian) এক উপস্থাপক হাসছিলেন।
২৭ অক্টোবর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বে পাকিস্তান ও জিম্বাবোয়ে মুখোমুখি হয়েছিল। জিম্বাবোয়ে খেলাটি এক রানে জেতে। তারপরই, কিছু ভারতীয় পাকিস্তানকে ট্রল করার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে থাকেন।
টুইটারে এক লক্ষেরও বেশি ফলোয়ার সহ সুমিতা মিশ্র নামে এক টুইটার ব্যবহাকারী এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "#পাকিস্তান বনাম জিম্বাবোয়ে #জিম্বাবোয়ের এক সংবাদ উপস্থাপক।"
আরও অনেক ব্যাবহারকারীও এই একই দাবি করে ভিডিওটি টুইট করেন। সেগুলি দেখুন এখানে, এখানে এবং এখানে দেখুন।
ফেসবুকেও অনেকেই একই দাবি করে এই ভিডিওটি পোস্ট করেছেন। দেখার জন্য এখানে, এখানে এবং এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: ভারত সরকার শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ₹৫০০ স্মারক মুদ্রা বের করল?
তথ্য যাচাই
বুম লক্ষ করে যে ভাইরাল ভিডিওতে 'ইউটিভি' লেখা লোগো দেখা যাচ্ছে।
এই সূত্র ধরে আমরা "ইউটিভি-র উপস্থাপক হাসছেন" কিওয়ার্ড সার্চ করি। সেখান থেকে আমরা ইউটিভি ঘানা অনলাইনের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর সন্ধান পাই। ওই ভিডিওতে একই পোশাক পরিহিত ওই উপস্থাপককে দেখা যাচ্ছে এবং ভিডিও দুটির পশ্চাৎপটও অবিকল এক।
ভিডিওটির শিরোনামে লেখা রয়েছে, "আকরোবেতোর সঙ্গ আসল খবর— পর্ব ২৯।" একটি গুগল সার্চ করে আমরা আকওয়াসি বোয়াডির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সন্ধান পাই; তিনি আকরোবেতো নামেও পরিচিত। প্রোফাইলে তিনি নিজেকে এক জন টেলিভিশন উপস্থাপক ও ইউটিভি ঘানার হোস্ট হিসাবে পরিচয় দিয়েছেন।
ইউটিভি ঘানার ইউটিউব চ্যানেলে আকবোবেতোর ক্রীড়া সংবাদপাঠের বেশ কিছু ভিডিও দেখার পর আমরা ভাইরাল ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণের সন্ধান পাই।
ভিডিওটির ৫১ সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে যে ভাইরাল ভিডিওর দৃশ্যের মতোই এখানেও উপস্থাপক হাসিতে ফেটে পড়ছেন। ভিডিওটি ২০২০ সালের ৩১ অক্টোবর আপলোড করা হয়েছিল অর্থাৎ পাকিস্তান-জিম্বাবোয়ে খেলার প্রায় দুবছর আগে।
আরও পড়ুন: সোশাল মিডিয়ায় বিভ্রান্তি সহ ছড়াল বাংলাদেশ তৃণমূল পার্টির পোস্টার