অর্থনীতিতে ২০১৯ সালের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ প্রচারিত হতে-না-হতেই ভারতীয়-মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম একটা নকল টুইটার অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে (পরে অবশ্য টুইটটি মুছে দেওয়া হয়েছে)।
আরও পড়ুন: অভিজিৎ ব্যানার্জি, এসথার ডাফলো এবং মাইকেল ক্র্যামার অর্থনীতিতে ২০১৯ সালের নোবেল পুরস্কার লাভ করেছেন
সিএনবিসি-টিভি১৮ একটি ভুয়ো অ্যাকাউন্ট ট্যাগ করলো
সিএনবিসি-টিভি১৮ চ্যানেলটি ওই ভুয়ো অ্যাকাউন্টটিকেই বিশ্বাস করে ট্যাগ করে টুইট করে, "অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন।"
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
'প্যারডি' থেকে 'অর্থনীতিবিদ'
আলোচ্য টুইটার অ্যাকাউন্টটির হ্যান্ডেল আগে ছিল "পলিটিকল"(@Polytikle) এবং তাতে গান্ধী ও সুষমা স্বরাজের ছবি জুড়ে লেখা থাকতো "নট দ্যাট স্বরাজ" পরে এই নামটাই ছবি সহ অভিজিৎ ব্যানার্জী নামে পাল্টে দেওয়া হয়।
পুরনো অ্যকাইন্টটি আর্কাইভ করা আছে এখানে।
টুইটার হ্যান্ডেলটির নাম আগের মতোই 'পলিটিকল'-ই রেখে দেওয়া হয়, যা থেকে বোঝা যায়, দুটি আসলে একই অ্যাকাউন্ট। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত টুইটার অ্যাকাউন্টটি ৬৫ হাজার জন অনুসরণ করেছে।
উপরন্তু, টুইটের প্রোফাইলের ছবিটি পাল্টে সেখানে নোবেল পুরস্কার প্রাপ্তির পর টুইট হওয়া অভিজিত্ ব্যানার্জির ছবি সেঁটে দেওয়া হয় এবং প্রোফাইলে 'প্যারডি' শব্দটি বদলে তার জায়গায় 'অর্থনীতিবিদ' শব্দটি বসানো হয় l
ভুয়ো টুইটার অ্যাকাউন্ট থেকে অভিনন্দন জানিয়ে পাঠানো বার্তাপ্রেরকদের ধন্যবাদও জানানো হয়
গোটা ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে অভিনন্দনকারীদের বার্তা গ্রহণ করে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট থেকে তাদের ধন্যবাদও জানানো হয়।
টুইটটি দেখা যাবে । টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
টুইটটি দেখা যাবে টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
ওই অ্যকাউন্টটি থেকে প্রত্যুত্তর দেওয়া টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
অনেক নেটিজেনও ভুয়ো টুইটটির ধন্যবাদজ্ঞাপক বার্তাগুলিকে সত্যি ধরে নিয়ে টুইট করেছেন।