রাজস্থানে কৃষক বিক্ষোভের প্রায় তিন বছরের পুরনো এক ছবি এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, সেটি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কৃষি সংস্কার অধ্যাদেশের বিরুদ্ধে হরিয়ানায় কৃষক বিক্ষোভের ছবি।
বিক্ষোভরত এক বিরাট জমায়েত দেখা যাচ্ছে ছবিতে। ১০ সেপ্টেম্বর ২০২০ তে হরিয়ানার কুরুক্ষেত্রর কাছে পিপলি চৌকে কৃষকদের ওপর লাঠি চালনার ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ছবি শেয়ার করা হচ্ছে। হিন্দুস্থান টাইমস-এ প্রকাশিত খবর অনুযায়ী, কৃষকরা নিষেধাজ্ঞা অমান্য করে শস্য বাজারে এক প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার চেষ্টা করলে, লাঠি চালানো হয়।
কেন্দ্র জুন ২০২০ তে যে তিনটি অরডিন্যান্স আনেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন কৃষকরা। (আরও পড়ুন এখানে)
ভাইরাল ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "মিডিয়া যা আপনাদের দেখায়নি। নিজেদের অধিকার ও অস্তিত্বের জন্য লড়াই করছেন কৃষকরা। আর মিডিয়া আপনাদের কি দেখাল? কঙ্গনা রানাউত আর জেসিবি(২)।"
ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
কংগ্রেস নেতা কীর্তি আজাদ ও হরিয়ানা ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান গুরনাম সিংহ চারুনি, হরিয়ানায় কৃষক বিক্ষোভের কিছু সাম্প্রতিক ছবির সঙ্গে ভাইরাল ছবিটিও শেয়ার করেন।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কনভয় আটকানোর ২০১৭'র ভিডিওকে সাম্প্রতিক বলা হল
তথ্য যাচাই
রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ভাইরাল ছবিটি আসলে ২০১৭ সালের সেপ্টেম্বরের রাজস্থানে বসুন্ধরা রাজে পরিচালিত ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভের ছবি।
৪ সেপ্টেম্বর২০১৭ 'পত্রিকা'তে প্রকাশিতএক প্রতিবেদন থেকে জানা যায় যে, ঋণ মুকুব ও তাঁদের পন্যের ন্যায্য দাম দাবি করে কয়েক হাজার কৃষক পথে নেমে ছিলেন। তাঁরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকার শেষকৃত্যের মিছিল বার করে শহরে ঘোরেন।
এখন যে ছবিটি ভাইরাল হয়েছে, আমরা সেটিকেই পত্রিকা'য় প্রকাশিত রিপোর্টের সঙ্গে দেখতে পাই।
তাছাড়া, কীর্তি আজাদ চিৎকার করছেন এমন এক অল্প বয়সী মেয়ের ছবি শেয়ার করেছেন। দেখা গেছে, ছবিটি সম্পর্কহীন ও পুরনো। সেটি একটি পুরনো ভিডিও থেকে নেওয়া। সেখানে বলা হয় মেয়েটি ইঞ্জেকশন নিচ্ছে।
এর আগে, ১২ সেপ্টেম্বর ২০২০ ইন্ডিয়া টুডে ওই ভাইরাল ছবিটি যাচাই করেছিল।
'গাঁও কনেকশন'-এ ১০ সেপ্টেম্বর ২০২০ প্রকাশিত লেখার সঙ্গে হরিয়ানায় কৃষক বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে।