দু'বছর আগে, নাসিক থেকে মুম্বই পর্যন্ত লং মার্চের সময় তোলা কৃষকদের একটি জমায়েতের ছবি বর্তমানে দিল্লিতে কৃষক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নতুন করে শেয়ার করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের আনা তিনটি নতুন কৃষি আইনের বিরুদ্ধে কয়েক হাজার কৃষক দিল্লিতে প্রতিবাদ জানাচ্ছেন। ভাইরাল পোস্টে ওই আন্দোলনের সঙ্গে দু'বছর আগের ছবিটিকে যুক্ত করা হয়েছে। খবরে প্রকাশ, ৮ ডিসেম্বর, ওই আন্দোলনে যোগ দিতে ২০০ ট্রাকে করে আরও কৃষক দিল্লির সীমান্তে এসে পৌঁছন।
ছবিটিতে এক বিপুল জনসমাবেশ দেখা যাচ্ছে। সেটির বাংলায় লেখা ক্যাপশনে বলা হয়েছে, ''এই শীতের রাতে ৯ লাখ কৃষক, ৭০ হাজার মহিলা আজ দিল্লির রাস্তায় পড়ে আছে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ঐতিহাসিক কৃষক আন্দোলন। আমি আপনি তো আজ লেপের তলায় দিব্বি শুয়ে আছি! এ লড়াই শুধু ওনাদের নয়, ১৩০ কোটি মানুষের মুখে দু'বেলা, দুমুঠো অন্ন তুলে দেওয়ার লড়াই...!! ভাবুন ভাবুন, ভাবা অভ্যাস করুন....!! Jai Hind''।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
বাংলায় লেখা একই ক্যাপশন সহ ছবিটি টুইটারেও শেয়ার করা হচ্ছে।
একটি টুইট আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন:
তথ্য যাচাই
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা সাংবাদিক পি সাইনাথের একটি মতামত-ধর্মী লেখা দেখতে পাই। সেটি 'পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া' (পিএআরআই) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। লেখাটির শিরোনামে বলা হয়, 'এ লং মার্চ অফ দ্য ডিপ্রেসড টু ডেলহি' (দিল্লির দিকে বঞ্চিত মানুষের লং মার্চ)। ২২ জুন ২০১৮ প্রকাশিত লেখাটিতে ২০১৮ সালে কৃষকদের সংগ্রাম ও লং মার্চের ওপর দৃষ্টিপাত করা হয়।
আমরা পিএআরআই ওয়েবসাইটটি আরও সার্চ করি। তার ফলে, ১৩ মার্চ, ২০১৮ প্রকাশিত আরও একটি লেখা সামনে আসে। সেটিতেও ওই একই ছবি ব্যবহার করা হয়। তাতে বলা হয়, নিজেদের দাবি আদায় করার উদ্দেশ্যে, ৬ মার্চ কৃষকরা নাসিক থেকে লং মার্চ শুরু করে ১২ মার্চ মুম্বাইয়ের আজাদ ময়দানে সমবেত হন। ওই পদযাত্রা সংগঠিত করে অখিল ভারতীয় কিষান সভা। সেটি হল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) -এর একটি শাখা। নাসিক থেকে ২৫,০০০ কৃষক হাঁটা শুরু করেছিলেন। পদযাত্রা যখন মুম্বাই পৌঁছোয়, তখন সংখ্যাটা বেড়ে হয় ৪০,০০০।
ওই ওয়েবসাইটের লাইব্রেরিতেও আমরা ছবিটি পাই। সেখান থেকে জানা যায় যে, ছবিটি তোলেন, শ্রীরঙ্গ স্বর্গে। বুম তাঁর সঙ্গে যোগাযোগ করলে, উনি বলেন, "আজাদ ময়দানের দিকে কৃষকরা শেষ পর্যায়ের পদযাত্রা করার আগে, সিয়োনের সোমাল্য গ্রাউন্ডে ছবিটি তোলা হয়।"
অখিল ভারতীয় কিষাণ সভার টুইটার অ্যাকাউন্টেও ২০১৮ সালে কৃষকদের ও সমাবেশের ছবি রয়েছে।
কৃষকদের দাবি মেটাতে ব্যর্থ হওয়ায়, গত বছর ২০ ফেব্রুয়ারিতে, সিপিআইএম-এর কিষান সভাও বিজেপি-নেতৃত্বাধীন ফডনবিস সরকাররে বিরুদ্ধে লং মার্চ সংগঠিত করে।