তিন বছর আগে তার পুরনো বন্ধু ও সহযোগী আরএসএস-এর নেতা প্রফুলভাই দোশীর মৃত্যুতে প্রধানমন্ত্রী মোদি যে টুইটটি করেছিলেন, সেটিকে শেয়ার করা হচ্ছে ২৭ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ইস্তফা দেওয়ার পর।
আমরা সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর নামে চালানো দ্বিতীয় টুইটটির খোঁজ করি এবং তাতে দেখতে পাই, ভাইরাল পোস্টে সাম্প্রতিক বলে চালানো এই টুইটটি আসলে ২০১৬ সালের ১৩ জুলাই করা হয়েছিল।
कभी-कभी अपार आनंद, अपार दु:ख में कैसे परिवर्तित हो जाता है, इसका अनुभव मैंने आज किया।
— Narendra Modi (@narendramodi) July 13, 2016
'টুইটি আর্কাইভ করা আছে এখানে।
যে-দিন প্রধানমন্ত্রী টুইটটে পোস্ট করেন, সেই একই দিনে তার সঙ্গে পুরনো বন্ধু ও সহযোগী আরএসএস-এর বরিষ্ঠ নেতা প্রফুলভাই দোশীর একটি বৈঠক হয়েছিল l সংবাদসংস্থা পিটিআই ১৪ জুলাই ২০১৬ রিপোর্ট করে এ কথা জানায়l মোদী তার টুইটে আরও লেখেন:"এ দিন বিকেল ৫ টার সময়েই তাঁর সঙ্গে আমার বৈঠক হয়, আর তার কিছুক্ষণ পরে শুনলাম, ওটাই ছিল তাঁর শেষ মিটিং।"
২৩ নভেম্বর, ২০১৯, শনিবার ভোরে দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) অজিত পাওয়ার উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন l কিন্তু তার তিন দিনের মধ্যেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক না পাওয়ায় বিজেপিকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিতে হয় ২৬ নভেম্বর, ২০১৯।
Congratulations to @Dev_Fadnavis Ji and @AjitPawarSpeaks Ji on taking oath as the CM and Deputy CM of Maharashtra respectively. I am confident they will work diligently for the bright future of Maharashtra.
— Narendra Modi (@narendramodi) November 23, 2019