ফেসবুকে বাহারি আলোকসজ্জার ছবি শেয়ার করে দাবি করা হয়েছে সেগুলি কলকতার চায়না টাউনের ছবি। বর্ষবরণ ও বড়দিন উপলক্ষ্যে কলকাতার পার্কস্ট্রীট ও অন্যন্য অঞ্চল আলোকসজ্জায় সেজে ওঠে প্রতিবছর। এই সময়ে ছবিটি শেয়ার হওয়ার ফলে অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং অনেকেই চায়না টাউনের সত্যি ছবি মনে করছেন।
ফেসবুক পোস্টটিতে ৬ টি বাহারি আলোর ছবি শেয়ার করা হয়েছে। তার প্রতিটিতে রয়েছে রঙিন বাহারি আলোকমেলা। ভাইরাল হওয়া পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ''ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০১৯ আলোকিত কলকাতা চায়না টাউন কলকাতা।''
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে দেখেছে ছবিগুলি মোটেই এবছরের কলকাতার চায়না টাউনের আলোক সজ্জার ছবি নয় যেমনটি দাবি করা হয়েছে ওই ফেসবুক পোস্টে।
জাপানের মিয়ে দ্বীপের (Mie Perfecture) অধীন কুয়ানা শহরেরে নাগাসিমা রিসোর্টের নাবানা নো স্যাটে (Nabana no Sato) পুষ্প উদ্যানের বাহারি আলোর সাজের ছবি এটি। ২০১৩ সাল থেকে প্রতি বছর শীতকালে সাজানো হয় এই আলোর সাজ। এলইডি লাইট, অ্যানিমেশন শো, সমধুর সুর মূর্ছনা প্রভৃতির সংমিশ্রনে মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। এসবের জন্য পুরস্কারও জুটেছে নাবানা নো স্যাটের। বিস্তারিত জানুন এখানে।
নাবানা নো স্যাটে উইন্টার ইলুমিনেশান ('Nabana no Sato winter illumination') লিখে গুগুলে সার্চ করলেই হরেক ছবি দেখা যায় এই দ্রষ্টব্য স্থানের ব্যাপারে। ফেসবুক পোস্টটিতে শেয়ার হওয়া ছবিগুলি কোন সময়ের তা বুমের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই ছবিগুলি দেখা যাবে এখানে।