ফেসবুকে পশ্চিমবঙ্গের সরকারের লকডাউন ঘোষনা নিয়ে সাম্প্রদায়িক রঙ লাগিয়ে বিভ্রান্তিকর গ্রাফিক শেয়ার করা হচ্ছে। ওই পোস্টে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে আগস্ট মাসে কেবল হিন্দুদের ধর্মীয় উৎসবের দিনগুলিতেই সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে।
বুম যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর। বুম দেখে মনসা পুজো এবং গনেশ চতুর্থীর দিন যথাক্রমে ১৭ এবং ২২ আগস্ট লকডাউন থাকলেও রাখি পূর্ণিমা ও জন্মাষ্টমীতে যথাক্রমে ৩ এবং ১১ আগস্ট কোনও লকডাউন নেই।
কোভিড-১৯ রুখতে আনলক-৩ পর্বে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের ২৯ জুলাইয়ের নির্দেশের পাশাপাশি পৃথকভাবে ৩০ জুলাই বৃহঃস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্য সচিব নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ অগস্ট পর্যন্ত যেকানও ধরণের সামাজিক, রাজনৈতিক, খেলাধুলো, বিনোদন, শিক্ষাসংক্রান্ত, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান ও বড় মাপের জমায়েত নিষিদ্ধ। শনিবারের ইদুজ্জোহার নামাজ ও উৎসবে সুরক্ষাবিধি মেনে জমায়েত না করার অনুরোধ জানিয়েছে রাজ্যের ইমাম ও ধর্মীয় সংগঠনের প্রভাবশালী ব্যক্তিত্ব।
আরও পড়ুন: এক নজরে দেখে নিন ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যের সর্বশেষ লকডাউন বিধি
ফেসবুকে ভাইরাল হওয়া গ্রাফিটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, "TMC=Totally Muslim Community রাখি পূর্নিমায় বন্ধ, জন্মাষ্টমীতে বন্ধ, রাম মন্দিরের ভিত্তি স্থাপনে বন্ধ, মনসা পুজোয় বন্ধ, গণেশ চতুর্থীতে বন্ধ, অথচ বকরি ঈদে খোলা! এটা কি তোষন নয়?"
তথ্য যাচাই
Respecting the sentiments of the people we are withdrawing complete lockdown announcement for 2 August and 9 August(2/2)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 28, 2020
২ অগস্ট অতিরিক্ত বকরি ইদের ছুটি যা এবার পড়েছে রবিবারে। ৯ জুলাই রাজ্য সরকারের কোনও ছুটি না থকালেও বিশ্ব আদিবাসী দিবসের কারণে ওই ছুটি প্রত্যাহার বলে ওয়াকিবহাল মহলের ধারণা।