পিঠে গুরুতর জখমের ক্ষতবিশিষ্ট এক ব্যক্তির পুরনো ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি ১৫ জুন চিন-ভারত সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গালওয়ান উপত্যকায় সংঘটিত দু দেশের সেনাদের সংঘর্ষে আহত এক ভারতীয় জওয়ানের ছবি।
দু দেশের মধ্যে সাম্প্রতিক এই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। চিনেরও সৈন্যরা হতাহত হয়েছে বলে জানা গেলেও সরকারিভাবে চিন এখনও এ ব্যাপারে মুখ খোলেনি।
মধ্যপ্রদেশের ব্যাপম কেলেংকারি ফাঁস করে বিখ্যাত ডঃ আনন্দ রাই এই ছবিটি টুইট করে ক্যাপশন দিয়েছেন: "ইনি সেই ভারতীয় জওয়ানদের একজন যাঁরা চিনা সেনাদের বর্বর আক্রমণের শিকার হয়েও বেঁচে ফিরেছেন। তাঁর সারা শরীরে পেরেক দিয়ে মারার ক্ষত। জওয়ানরা সকলেই নিরস্ত্র ছিলেন, তবু তাঁরা সাহসের সঙ্গে শত্রু-সৈন্যদের মোকাবিলা করেন।"
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুক
আমরা ফেসবুকেও সন্ধান করে দেখেছি, সেখানেও এই ছবিটি একই ভুয়ো ক্যাপশন দিয়ে ভাইরাল হয়েছে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: পুরনো ভিডিও লাদাখের গালওয়ানে ভারত-চিন সংঘর্ষের বলে ভাইরাল হয়েছে
তথ্য যাচাই
রুশ সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স মারফত খোঁজ চালিয়ে আমরা দেখি, এই ছবিগুলি ২০১৬ সালের।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং তাইল্যান্ডের বেশ কিছু ওয়েবসাইটে একাধিক প্রতিবেদনে এই ছবি ব্যবহৃত হয়েছে।
যে সব ব্লগে এই ছবি ভাইরাল হয়েছে, সেগুলি বেশির ভাগই সৈন্য হতে ইচ্ছুক ব্যক্তিদের সেনা-ছাউনিতে কী ধরনের কঠোর-কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়, সে সম্পর্কিত।
বুম নিজে থেকে এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি কিংবা কোথায় কবে এগুলো তোলা হয়েছে, সে বিষয়েও অবহিত নয়। তবে এই ছবি যে সাম্প্রতির ভারত-চিন সীমান্ত সংঘর্ষের সঙ্গে কোনও ভাবেই সম্পর্কিত নয় এবং অনেক পুরনো ছবি, সে বিষয়ে নিশ্চিত হতে পেরেছে।
১৫-১৬ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘটিত ভারত-চিন সংঘর্ষ নিয়ে ছড়ানো বেশ কিছু ভুয়ো খবরের পর্দাফাঁস করেছে বুম।
নীচের থ্রেডটি পড়লে সেটা স্পষ্ট হবে।
#Thread লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভুয়ো দাবি, ছবি ও ভিডিও বুম তথ্যযাচাই করেছে। বুমের তথ্যযাচাইগুলি পড়ুন 👇 #FakeNews #GalwanValley #LadakhTension #IndiaChinaFaceOff
— BOOMBangla (@BOOMLiveBangla) June 22, 2020