Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ডুয়ার্সে ৩১ নং জাতীয় সড়কে জখম চিতাবাঘের ভিডিও জিইয়ে উঠলো

বুম দেখে ভিডিওটি ২০১৮ সালের সেপ্টেম্বরের। ডুয়ার্সে বীরপারা-ফালাকাটাগামী ৩১ নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় আহত হয় চিতা বাঘটি।

By - Suhash Bhattacharjee | 5 May 2020 2:33 PM GMT

জলপাইগুড়ির ডুয়ার্সের বীরপারা থেকে ফালাকাটাগামী ৩১ নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পরা একটি চিতা বাঘের পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবি সহ নতুনভাবে শেয়ার করা হচ্ছে। ওই ফেসবুক পোস্টে মিথ্যে দাবি করা হচ্ছে দার্জিলিং যাওয়ার পথে নাকি দেখা মিলেছে ওই বাঘটির।

ফেসবুকে ভাইরাল হওয়া ৫৮ সেকন্ডের এই ভিডিওটিতে একজন পথচারীকে ঘটনাস্থলে নিজের মোবাইলে রেকর্ড করতে দেখা যায় সমগ্র দৃশ্যটি। ওই ভিডিওতে আহত এক বাঘকে রাস্তার উপর বসে থাকতে দেখা যায়। বাঘটিকে দেখতে কয়েকজন ব্যক্তির জটলাও লক্ষ করা যায়। পরে আহত বাঘটি দৌড়ে পাশের চা বাগিচার মধ্যে সেঁধিয়ে যায়।

ভিডিওটিতে বক্তাকে বলতে শোনা যায়, "লাইভ বাঘের ডাক শুনলাম, মন খুশি হয়ে গেল শুনে। ফালাকাটা-বীরপারা রোড, বাঘটা জাস্ট এখনই অ্যাক্সিডেন্ট হল। হয়ে রোডের মাঝখানে পরে আছে। ওরে বাবারে উঠে বসে পড়েছে। মনে হয় কোমর-টোমর কিছু ভেঙ্গে গেছে।"
ভিডিটি শেয়ার করে ফেসবুকে ক্যাপশন লেখা হয়েছে, "#দার্জিলিং_যাবার_রাস্তায়_আজ_সাহেব_বসে_ভাইরাল"
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে ও আর্কাইভ করা আছে এখানে। 
Full View

তথ্য যাচাই 

বুম গুগুলে "বীরপারা ফালাকাটা টইগার" কিওয়ার্ড লিখে গুগুলে সার্চ করে একই ধরণের দুটি ইউটিউব ভিডিওর হদিস পায়। ভিডিও দুটি ২০১৮ সালের ১৫১৬ সেপ্টেম্বর ইউটিউবে আপলোড করা হয়েছিল।

Full View

ভিডিও দুটির ক্যাপশনে দাবি করা হয়েছে, বীরপারা-ফলাকাটা রাস্তায় ওই বাঘটি দুর্ঘটনায় আহত হয়।

প্রয়োজনীয় কিওয়ার্ড সার্চ করে ১৫ সেপ্টেম্বর ২০১৮ ও ১৬ সেপ্টেম্বর প্রকাশিত আনন্দবাজারসংবাদ প্রতিদিনের প্রতিবেদন খুঁজে পায় বুম।


রাস্তা পারাপারের সময় চিতাবাঘটি সম্ভবত গাড়ির ধাক্কায় আহত হয় বলে ওই প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে। প্রায় ঘন্টাখানেক আহত চিতা বাঘটি রাস্তায় পরে থাকে বলে স্থানীয়দের বক্তব্য। পরে সেটি দৌড়ে পাশের চা-বাগানে আশ্রয় নেয়। বনকর্মীরা ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে পরে বাঘটিকে খাঁচাবন্দি করে নিয়ে যায় খয়েরবাড়ি চিতাবাঘ চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রে।

আনন্দবাজারের প্রতিবেদনে একটি ভিডিও ব্যবহার করা হয়েছে। ভিডিওটি নীচে দেওয়া হল।

Full View

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও আর প্রতিবেদনে থাকা ভিডিওটি একই দৃশ্যের। ভিডিওতে থাকা ব্যক্তিদের অবস্থান ও পোশাকে মিল পাওয়া যায়।

বামে: ফেসবুকের ভিডিও, ডানে: আনন্দবাজারের প্রতিবেদনে থাকা ভিডিও

Related Stories