সোশাল মিডিয়ায় সম্পাদিত ছবি শেয়ার করে দাবি করা হয়েছে পূর্ব রেলের ক্যানিং স্টেশনে বাঘ দেখা গেছে। ভুয়ো ছবিতে স্টেশন চত্বরের আলোয় দুটি বাঘকে দেখা যায়।
বুম ক্যানিং থানা ও স্টেশনের এক কর্মীকে ফোন করে জেনেছে সেখানে কোনও বাঘ দেখা যায়নি।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা রাতের আলোর স্টেশন চত্ত্বরে রয়েছে দুটি বাঘ। একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে, আর তার অদূরেই বাক্সের উপরে বসে আছে আরেকটি বাঘ।
ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ''কাল রাতে ক্যানিং স্টেশনে বাঘ ঘোরাঘুরি করতে দেখা গেল।। কেউ ঘরের বাইরে বেরোবে না।। সুন্দরবন বনদপ্তর থেকে খবর পাওয়া গেল।।''
ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
একই বয়ানে ফেসবুকে আরও অনেকে ছবিটি শেয়ার করেছে।
ইংরেজিতে ক্যাপশন লিখেও একই ছবি শেয়ার করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়েছে, ''গত রাতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেছে ক্যানিং স্টেশনে।''
ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ইংরেজিতে মূল ক্যাপশন, ''Royal Bengal Tiger of Sunderban was spotted in Canning station last night.''
আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের থেকে রেলপুলিশ ঘুষ নিচ্ছে বলে ছড়ালো ২০১৯ সালের ভিডিও
তথ্য যাচাই
বুম ক্যানিং স্টেশনের এক কর্মী ও ক্যানিং থানার এক আধিকারিককে ফোন করলে দুজনেই বাঘ বেরনোর খবরটি নস্যাৎ করেছেন এবং নিতান্ত গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
বুম দেখেছে ভাইরাল ছবিটি কৃত্রিমভাবে সম্পাদনা করা। এই পদ্ধতির সাহায্যে ত্রিমাত্রিক কোনও পশুর ছবি যেকোনও ছবির সঙ্গে সম্পাদনা করা যায়। এব্যাপারে বিস্তারিত প্রতিবেদন পড়া যাবে সিনেট-এ।
কয়েকদিন আগে পুরনো ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছিল, দার্জিলিং-এর রাস্তায় ও আলিপুরদুয়ারের ফালাকাটায় বাঘের সন্ধান মিলেছে। বুমের সন্ধান করে জানতে পারে ভিডিওটি দুবছরের পুরনো।
আরও পড়ুন: ডুয়ার্সে ৩১ নং জাতীয় সড়কে জখম চিতাবাঘের ভিডিও জিইয়ে উঠলো