সোশাল মিডিয়ায় বাংলাদেশের রেল দুর্ঘটনায় আহত বাচ্চার ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে সেটি সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে পশ্চিমবঙ্গে ঘটে চলা প্রতিবাদের ছবি। ভাইরাল হওয়া দুটি ছবির একটিতে নীল ফ্রক পরা একটি বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে। তার মুখে হয়ে রয়েছে রক্তাক্ত। অন্য ছবিটিতে বাচ্চাটির মাথায় ব্যান্ডেজ বাঁধা হয়েছে।
বুম খুঁজে দেখেছে ছবিটি নভেম্বর মাসে বাংলদেশে ট্রেন দূর্ঘটনা আহত হওয়া একটি বাচ্চা মেয়ের ছবি।
বুমের হেয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর ৭৭০০৯০৬১১১-এ ছবিটি পাঠিয়ে, ভাইরাল হওয়া দাবির সত্যতা জানতে চাওয়া হয়েছে। (সতর্কতা: ছবিটি বেদনাদায়ক)
মেসেজটিতে ক্যাপশন লেখা হয়েছে, ''পশ্চিমবাংলায় জেহাদি হামলায় বাদ দেল না এই ছোট্ট বাচ্চাটি।
একই ছবি বুমকে টুইটারে ট্যাগ করে যাচাই করতে বলা হয়েছে।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
ছবিটি টুইটারে পোস্ট করে দাবি করা হয়েছে এটি পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে হওয়া বিক্ষোভকারীদের আঘাতে জখম হওয়া ছবি। টুইটটিতে লেখা হয়েছে, ''আজকের বাংলার মুখ। এটা যেন মনে থাকে। মনে রাখবেন আপনি ''বিক্ষোভকারীদের'' সমর্থন করার আগে। আরও মনে রাখবেন আপনি এটার পিছনে যুক্তি দিতে গিয়ে উচ্চারন করা সব কথা। যে করেছে তারই মতো, আপনি দানব হবেন যদি তা করেন।''
(মূল ইংরেজিতে টুইট: The face of Bengal today. Remember this. Remember this before you come out in support of the "protesters". And remember that with each syllable you utter to justify something like this, you become as much of a monster as the ones who did this.)
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
সংশোধিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে হওয়া রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছিল। শুক্রবার বিক্ষোভে সামিল হওয়া উন্মত্ত জানতাকে হাওড়ার উলুবেড়িয়া স্টেশনে করমন্ডল এক্সপ্রেস ট্রেন থামাতে দেখা যায়। যাত্রী ও চালকদের দিকে বিক্ষোভাকরীরা ঢিল ছোড়ে। মুর্শিদাবাদের কৃষ্ণপুর স্টেশনে রেলের কামরা ও রাজ্যের কয়েকটি রেলের প্লাটফর্মে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয় বলে খবরে প্রকাশ। দক্ষিন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ দ্য টেলিগ্রাফ-কে জানিয়েছেন, "করমণ্ডল এক্সপ্রেসের চালকের গায়ে একটি পাথরের আঘাত লাগে। কোনও যাত্রী আহত হননি।"
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে মূল ছবিটি খুঁজে পেয়েছে। আহত বাচ্চার ছবিটি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হওয়া সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদ-বিক্ষোভের সঙ্গে জড়িত নয়। আসল ছবিটি ১২ নভেম্বর ২০১৯ বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার কসবা তে উদয়ণ ও তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেণের মুখোমুখি সংঘর্ষে আহত হওয়া বাচ্চা মেয়ের ছবি। ছবিটি দেখা যাবে এখানে।
দূর্ঘটনার সময় বাচ্চাটি বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। ব্রাহ্মণবেড়িয়া হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো হয়। সোশাল মিডিয়ায় তার অবিভাবকদের খোঁজে পেতে তার ব্যান্ডেজ বাঁধা ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে জানা যায় মেয়েটির নাম মহিমা আখতার। আড়াই বছর বয়সী মেয়েটি তার বাবা মায়ের সঙ্গে ট্রেনে করে সিলেট থেকে ফিরছিল। এব্যাপারে বিস্তারিত পড়া যাবে এখানে ও এখানে।