Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

দুর্গা ঠাকুর বিসর্জনে মুঙ্গেরে পুলিশের বর্বরতা ছড়াল পশ্চিমবঙ্গের বলে

উঁচু বাড়ি থেকে তোলা ভিডিও ক্লিপটি বিহারের মুঙ্গেরের। ঠাকুর বিসর্জন হিংসার রূপ নিলে পুলিশ একদল ব্যক্তিকে লাঠিচার্জ করে।

By - Sk Badiruddin | 28 Oct 2020 6:26 PM IST

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, দুর্গাঠাকুর বিসর্জন দিতে যাওয়া একদল ব্যক্তির উপরে বিহার পুলিশের আক্রমণের দৃশ্য। উঁচু বাড়ি থেকে তোলা ভিডিওটি ২৭ অক্টোবর বিভিন্ন সোশাল মিডিয়ায় ছড়ালে পুলিশের পাশবিকতার অভিযোগ তুলে আলোড়নের সৃষ্টি হয়। ২৮ অক্টোবর ছিল বিহারের প্রথম দফার বিধানসভা ভোট।

ভাইরাল ভিডিওটিতে একটি দলকে ঘিরে ধরে নিরাপত্তা আধিকারিকদের লাঠি দিয়ে বেধড়ক মারধোর করতে দেখা যায়। ওই দলটিকে দুর্গা মূর্তিকে ঘিরে ধরতে দেখা যায়।

ভারতীয় জনতা দলের (বিজেপি) বাংলা শাখার ফেসবুক পেজগুলিতে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে লাঠিচার্জ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। এরকম একটি পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ''আবার হিন্দু ধর্মের ওপর আক্রমণ দিদির পুলিশকে ধিক্কার জানাই।''

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে। ভিডিওটি আর্কাইভ করা আছে এখানে

ভিডিওটি আরেকটি ক্যাপশন সহ শেয়ার করা হচ্ছে¸ ''এই রাজ্যে হিন্দু ধর্মাবলি মানুষদের ওপর এহেন পুলিশি আক্রমণ! ধিক্কার শুধুই ধিক্কার !! ছি:!''

এরকম দুটি পোস্ট আর্কাইভ করা আছে এখানেএখানে

নোট: ভিডিওটি স্পর্শকাতার। নিজের দায়িত্বে দেখবেন।

Full View

আরও পড়ুন: ভুয়ো খবর: স্বাধীনতার পর তিনদশক ভারতের সব শিক্ষামন্ত্রীরা ছিলেন মুসলিম

তথ্য যাচাই

বুম যাচাই করতে সক্ষম হয়েছে দৃশ্যটি বিহারের মুঙ্গেরের। দুর্গা ঠাকুর বিসর্জন প্রক্রিয়া চলার সময় ২৬ অক্টোবর হিংসার আকার নেয়।

টইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২৬ অক্টোবর মুঙ্গেরের এক এলাকায় দুর্গা ঠাকুর বিসর্জন যাত্রা হিংসাত্মক রূপ নেয়। ওই ঘটনায় মাথায় গুলি লাগার ফলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৭ জন। রিপোর্টের সারাংশে বলা হয়, ''সোমবার গভীর রাতে কোতয়ালি থানা এলাকার দীনদয়াল উপাধ্যায় চকে ঘটনাটি ঘটে। গুলির আঘাতে একজনের মৃত্যু হয়েছে, আহত ৭ জন ।''

এনডিটিভিতে প্রকাশিত রিপোর্টঅনুযায়ী, কিছু ''অসামাজিক ব্যক্তি'' পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। ''একটি ঠাকুর বিসর্জনে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও ওই স্বেচ্ছাসেবকদের মধ্যে বচসা হিংসার রূপ নেয়। পুলিশের অভিযোগ ওই দলটি বিসর্জন প্রক্রিয়াতে দেরী করে। পাথর ছুঁড়লে পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। পরিস্থিতি আয়ত্বের বাইরে গেলে পুলিশ গুলি চালায়।''

মুঙ্গেরের এসপি এনডিটিভিকে বলে, ''দুর্গা পুজোর বিসর্জনের সময় অসামাজিক ব্যক্তিদের প্ররোচনায় পাথর ছুঁড়তে শুরু করলে পাথরের আঘাতে ৭ জন স্টেশন ইন্সপেক্টর সহ ২০ জন পুলিশ কর্মী আহত হয়েছে।

নীচে একই ভিডিও সহ এবিপি নিউজের রিপোর্ট।

Full View

Tags:

Related Stories