I'm afraid this too, has not been said by me. I will endeavour to call out fake news whenever I can, but would encourage you to always verify news sources. My picture alongside a quote does not guarantee me having said it, a problem that many people face. pic.twitter.com/pk0S75FxPA
— Ratan N. Tata (@RNTata2000) May 3, 2020
সোশাল মিডিয়ায় এই বার্তাটি একটি এক কলমের খবরের আকারে ছড়িয়েছে। জামশেদপুরের ডেটলাইন সমেত এই স্ক্রিনশটে কোনও সংবাদসংস্থা বা সংবাদপত্রের নাম নেই।
প্রতিবেদনটির শিরোনামে লেখা হয়েছে, '২০২০ শুধু বেঁচে থাকার বছর, লাভ ক্ষতির কথা ভেবো না।' সঙ্গে লেখা 'রতন টাটার বার্তা'।
স্ক্রিনশটে লেখা হয়েছে, "ব্যবসায়ীদের জন্য রতন টাটা স্বল্প কথায় একটি বার্তা দিয়েছেন। তিনি তাঁর বার্তায় ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রেরণা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর এই ছোট বার্তাটিতে রতন টাটা বলেছেন, 'আমার ব্যবসায়িক ক্ষেত্রের বন্ধুরা মনে রেখো, ২০২০ শুধু বেঁচে থাকার বছর। এই বছর লাভ ক্ষতির কথা ভেবো না। এখন নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা বা স্বপ্ন নিয়েও ভেবো না। এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে টিকিয়ে রাখা। টিকে থাকাটাই লাভের সমান।"
বার্তাটি ফেসবুকের বিভিন্ন পেজ থেকে এবং টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে।