Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মুম্বইয়ের কেইএম হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডের ভিডিওকে দিল্লির বলা হল

বুম জানতে পারে ভিডিওটি ওই হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তের এক আত্মীয় ২৬ মে রেকর্ড করেছিল।

By - Sumit Usha | 3 Jun 2020 11:57 AM GMT

মুম্বইয়ের কিং এডোয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডের ভয়ানক দুর্দশার একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিল্লির হাসপাতালের অবস্থার ছবি বলে।

লকডাউনের চতুর্থ পর্যায়ের শেষে করোনা আক্রান্তের সংখ্যা যখন হু-হু করে বাড়ছে, ঠিক তখনই ভিডিওটি ভাইরাল করা হয়েছে। ৩০ মে এই সংখ্যাটা দাঁড়ায় ১৭,৩৮৬, দেশের সব রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ২৯ মে নিয়ে পর-পর দু দিন জাতীয় রাজধানী অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ হাজার ছাড়ায়। দেশের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় অবশ্য মহারাষ্ট্র এখনও শীর্ষস্থানে।

৯০ সেকেন্ডের এই ভাইরাল ক্লিপটি একটি মোবাইল ফোনে তোলা, যাতে একটি কোভিড-১৯ ওয়ার্ডের অসহনীয় দুর্দশার ছবি তুলে ধরা হয়েছে। রোগীদের চাকা-লাগানো স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যাচ্ছে এবং রোগিণী ক্যামেরার দিক মুখ করে দেখাচ্ছেন, অন্তত চারটি মৃতদেহ ওয়ার্ডের কোথায়-কোথায় পড়ে রয়েছে। মহিলাটির আরও দাবি যে, ওই চাকা-লাগানো স্ট্রেচারের কাছেই অন্যান্য রোগীদের মেঝেয় শুইয়ে রাখা হয়েছে। ক্লিপটির শেষ দিকে মহিলাটিকে ক্যামেরা-ফোনের মালিককে স্পষ্ট হিন্দিতে বলতে শোনা যাচ্ছেঃ "বাইরে যাও, গিয়ে ফেসবুকে এই ভিডিও আপলোড করো, আর সেটাকে ট্যাগ করো কেইএম হাসপাতাল বলে l"

ভাইরাল ভিডিওটি শেয়ার হয়েছে যে হিন্দি ক্যাপশন দিয়ে, তার অনুবাদ করলে দাঁড়ায়: "ওহে কেজরিওয়াল! একটু তো লজ্জিত হও! এ তো আর বরদাস্ত করা যাচ্ছে না। যদি তুমি চালাতে না পারো, বলে দাও।  আমরা রাষ্ট্রপতি-শাসনের জন্য আবেদন করবো।"

ভাইরাল ক্লিপটি নীচে দেখুন এবং পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

Full View

ওই একই ভিডিওটির একটি কাটছাঁট করা সংস্করণ বেশ কয়েকটি টুইটার হ্যান্ডেলেও শেয়ার হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রতি একই ভুয়ো তিরস্কার সহ।


আরও পড়ুন: ২০১৬'র টেক্সাসের সুপারমার্কেটে পাখির ঝাঁকের ভিডিও ছড়ালো সৌদি আরবের বলে

তথ্য যাচাই

বুম খুব পুঙ্খানুপুঙ্খ ভিডিওটি পরীক্ষা করে দেখেছে, অন্তত দু বার তাতে কেইএম হাসপাতালের নাম উচ্চারিত হয়েছে। প্রথমে ১০ সেকেন্ডের মাথায় একজনকে কেইএম হাসপাতালের নাম বলতে শোনা যাচ্ছে এবং দ্বিতীয়বার ১ মিনিট ২৩ সেকেন্ডের মাথায় মহিলাকণ্ঠে একজনকে বলতে শোনা যাচ্ছে, 'যাও ফেসবুকে আপলোড করে তার সঙ্গে কেইএম-কে ট্যাগ করে দাও।'
এই সূত্র ধরে বুম ফেসবুকে কেইএম হাসপাতাল, কোভিড-১৯ এবং মুম্বই, এই শব্দগুলি বসিয়ে সন্ধান চালায় এবং এই একই ভিডিও বেশ কয়েকটি পোস্টে শেয়ার হতে দেখে, যাতে এটিকে কেইএম হাসপাতালের দৃশ্য বলেই দাবি করা হয়েছে।
২৭ মে, ২০২০ জি-হিন্দুস্তানের ইউ-টিউব চ্যানেলেও এই ভিডিওটিই আপলোড হয়। ভিডিও-র সঙ্গের বিবরণীতে লেখা: "মুম্বইয়ের কেইএম হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে তো কোনও শয্যাই খালি নেই, কী করে ওরা করোনা রোগীদের চিকিত্সা করবে? মহারাষ্ট্র"
(মূল ক্যাপশন: Mumbai के KEM hospital में corona के मरीजों के लिए bed नहीं, कैसे होगा इलाज? | COVID19 | Maharashtra)
Full View

সংবাদ-প্রতিবেদন অনুসারে ভিডিওটি কেইএম হাসপাতালে ভর্তি এক কোভিড-১৯ রোগীর কন্যা তাঁর মোবাইল ফোনে তোলেন গত ২৬ মে, ২০২০।

একই ভিডিও টাইমস নাউ সংবাদ মাধ্যমের সরকারি টুইটার হ্যান্ডেলেও শেয়ার করা হয় ২৭ মে এবং তাতে দৃশ্যটি কেইএম হাসপাতালের বলেই উল্লেখ করা হয়।

বিজেপি নেতা রাম কদম এই ভিডিওটি টুইট করে হিন্দিতে লেখেনঃ "এটি মুম্বইয়ের কেইএম হাসপাতালের ২০-ক ওয়ার্ডের ছবি, যা মঙ্গলবার তোলা হয়। ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে, করোনা রোগীরা হাসপাতালের মেঝেতে শুয়ে রয়েছে আর করোনায় মৃতদের দেহগুলোও চাকা-লাগানো স্ট্রেচারে এদিক-ওদিক ছড়ানো রয়েছে। চতুর্দিকে নোংরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।"

(মূল হিন্দি ক্যাপশন: मुम्बई के KEM हॉस्पिटल के वार्ड 20A की है? ये वीडियो मंगलवार को बनाया गया है ? वीडियो में साफ दिख रहा है कि कोरोना मरीज को हॉस्पिटल की ज़मीन पर है, ? मरीज के आस पास के हर बिस्तर पर कोरोना से हुई मौत के बाद लाशों को रखा गया है? पूरे वार्ड में कचरा फैला हुआ है?)
একই দিনে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সচিন সাবন্ত বিজেপি নেতা কদমের টুইটটি উদ্ধৃত করে তার সঙ্গে বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে ভিডিওটি সম্পর্কে দেওয়া স্পষ্টীকরণের একটি স্ক্রিনশটও তাঁর টুইটে জুড়ে দেন।
স্পষ্টীকরণ করে দেওয়া মন্তব্যে পুর কর্তৃপক্ষ জানান, ভিডিওটি যখন তোলা হয়, সে সময় কেইএম হাসপাতালের কর্মীরা একটা আচমকা ধর্মঘটে নেমেছিলেন। ধর্মঘট মিটে যেতেই হাসপাতালে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
বুম কেইএম হাসপাতালের ডিন ডাঃ হেমন্ত দেশমুখের কাছেও বিষয়টি নিয়ে বিশদে জানতে চেয়েছেl তাঁর কাছে জবাব পাওয়া গেলেই এই প্রতিবেদনটি সংস্করণ করা হবে।

Related Stories