পিচ রাস্তার এক পাশে একটি অজগর সাপের এক হরিণকে নাগপাশে বেঁধে খাদ্য গ্রহণের রোমহর্ষক ভিডিওকে সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। সোশাল মিডিয়া পোস্টে মিথ্যে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়াং মহাকুমার অধীন শুকনাতে ঘটেছে এই ঘটনা।
বুম যাচাই করে দেখে ২৯ মে ২০২০ মূল ঘটনাটি ঘটে পূর্ব থাইল্যান্ডের ছোনবুরি প্রদেশের খাও খেও মুক্ত চিড়িয়াখানায়।
২৫ সেকেন্ডের সময়ের গাড়ির ভেতর থেকে তোলা ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্যে দেখা যায়, পিচ রাস্তার একপাশে একটি হরিণকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে প্রকাণ্ড একটি অজগর সাপ। দূর থেকে এক ব্যক্তি গাছের ডাল নিয়ে সাপটিকে আঘাত করে হারিণটাকে মুক্ত করার চেষ্টা করেন। পুনরায় গাছের ডালের আঘাতে সাপটি হরিণটিকে আলগা করলে চটজলদি হরিণটি মুক্ত হয়ে চম্পট দেয়। আর পাশের ঝোঁপে সেঁধিয়ে যায় অজগর সাপটি।
ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "আজকে শিলিগুড়ির শুকনায় রাস্তার পাশে একটি হরিণকে অজগর সাপ আস্টে পিষ্টে বাধে, তারপর স্থানীয় মানুষেরা বাঁচায় হরিণটিকে।"
গণমাধ্যমে ভুয়ো দাবি
শুকনার ঘটনা বলে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা গণমাধ্যমের একাংশ। ভিডিওটি নিয়ে নিউজ১৮ বাংলা তাদের প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম লিখেছে, "হরিণকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে প্রকাণ্ড এক অজগর, শিলিগুড়ির শুকনার ভিডিও ভাইরাল।" এনডিটিভি বাংলাও প্রতিবেদনে দাবি করেছে শুকনার ঘটনা এটি।
เหตุเกิดเมื่อวานนี้ ณ สวนสัตว์เปิดเขาเขียว pic.twitter.com/btHDDlDkXh
— Visit Arsaithamkul (@papakrab) May 30, 2020