রামন ম্যাগসাইসাই পুরস্কারে সম্মানিত সাংবাদিক রবীশ কুমারের রাফাল নিয়ে একটি ভুয়ো মন্তব্য জিইয়ে তোলা হয়েছে তার সম্প্রতি ছট পুজো পালন করার ছবিকে ঘিরে।
ওই পোস্টগুলির মিথ্যে বয়ানে দাবি করা হচ্ছে, সাংবাদিক রবিশ কুমার বলেছিলেন, ‘‘রাফালের পূজা অবৈজ্ঞানিক।’’
রবিশ কুমার বুমকে বলেন তিনি রাফালের "শাস্ত্র পুজো" নিয়ে কোনও মন্তব্য করেননি। এই ব্যাপার নিয়ে রবিশ কুমারের কোনও সংবাদ প্রতিবেদন খুঁজে পায়নি বুম।
ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘রাফালের পূজা অবৈজ্ঞানিক যিনি বলেছিলেন তিনিই। আজ বিহারে ছট পুজায়। ম্যাগ-সাঁই-সাঁই বিজেতা, নির্ভীক, নিরপেক্ষ, সাংবাদিক রাবিশকুমার।’’
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ভাইরাল হওয়া আরেকটি ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘আজ ভালো লাগলো রবিশ কুমার কে ছট পুজো করতে দেখে, কিন্তু রাফাল পুজো করাতে এনার এত প্রোপাগান্ডা করার কিছু দরকার ছিলো কি?’’
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
প্রায় একই বয়ানে ছবিটি টুইট করা হয়েছে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
২ নভেম্বর ২০১৯ রবিশ কুমার ওই ছটপু়জো পালনের ছবিটি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন।
রাফালের "শাস্ত্র পুজো" করা নিয়ে রবিশ কুমার তার নামে তৈরি হওয়া মিম ও তার বক্তব্য গুলি যে মিথ্যে তা নিয়ে ৯ অক্টোবর ২০১৯ ফেসবুকে পোস্টে করেন।
রবিশ কুমার রাফাল হস্তান্তরের সময় ফ্রান্সে "শাস্ত্রপূজা" করা নিয়ে এনডিটিভি হিন্দিতে কোনও প্রাইম টাইম অনুষ্ঠান করেননি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফ্রান্সের মেরিনিয়াকে ৮ অক্টোবর ২০১৯ ডাশু অ্যাভিয়েশান প্লান্টে প্রতিরক্ষা বিমান রাফাল জেট হস্তান্তরের সময় শাস্ত্র পুজো করেন। রবিশ কুমার ‘শাস্ত্র পূজা’ নিয়ে সমালোচনা করেছেন বলে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রবিশ কুমারের ভুয়ো মন্তব্য। বুম হিন্দি ১০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি খন্ডন করেছে।