এক তরুণীর সঙ্গে একটি বালকের নাচের দৃশ্য শেয়ার করে ভুয়ো দাবি জানানো হচ্ছে যে, এটি ২৩ বছর আগের একটি ভিডিও, যাতে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনকে তাঁর স্ত্রী ব্রিজেত ম্যাক্রনের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে।
বুম-এর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরেও (৭৭০০৯০৬১১১) এই পোস্টটি পাঠিয়ে এর সত্যতা জানতে চাওয়া হয়েছে।
ফেসবুক পোস্ট
ওই একই ভিডিও ফেসবুকেও ভাইরাল হয়েছে এই ক্যাপশন দিয়ে, “এটি ২৩ বছর আগের একটি টেলিভিসন ক্লিপ। এটার গুরুত্ব নাচটার জন্য নয়, আসলে নৃত্যরত বালকটি ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন এবং তরুণীটি হলেন তাঁর শিক্ষিকা এবং বর্তমান স্ত্রী।”
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুকে ভাইরাল
তথ্য যাচাই
“সো ইউ থিংক ইউ ক্যান ডান্স” নাচের শোয়ের ক্লিপ
আমরা ভিডিওটিকে কয়েকটি মূল ফ্রেমে ভেঙে খোঁজ চালিয়ে দেখেছি, এটি ২০১৬ সালের একটি জনপ্রিয় মার্কিন নাচের শো "সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স" এর ভিডিও।
মূল ক্লিপটি ১৬ সেকেন্ডের, সেটাকে ভাইরাল ক্লিপে ১.১৩ সেকেন্ডে নামিয়ে আনা হয়েছে। যারা নাচছে, তারা হলো জেক মনরিয়েল (ছোট বালকটি) এবং জেন্না জনসন (তরুণীটি)
‘সো ইউ থিংক ইউ ক্যান ডান্স’-এর ১৩ নম্বর এপিসোড
মনরিয়েল এবং জনসন যে-গানটির সঙ্গে নাচছে, সেটি হলো—“টোকা টোকা”, যা মুক্তি পেয়েছিল ২০১৩ সালে।
২০১৬ সালে ক্লিপটি সম্প্রচারিত হয়, সুতরাং এটি মোটেই ২৩ বছর আগেকার কোনও নাচের ছবি নয়।
জনপ্রিয় মিম সাইট নাইন-গ্যাগ-এও(9GAG) ক্লিপটি ভাইরাল
জনপ্রিয় অনলাইন মঞ্চ নাইন-গ্যাগ-এও ক্লিপটি পোস্ট হয় রকমারি কৌতুকমূলক মিম, ভিডিও ইত্যাদি সহ। সঙ্গে ক্যাপশন, “২০১৭ সালের জুলাইয়ে মাকরঁ ও তাঁর স্ত্রীর প্রথম ডেটিং-এর দৃশ্য।”
মাকরঁ ও ব্রিজেতের বয়সের পার্থক্য
৪১ বছর বয়স্ক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ ও তাঁর ৬৬ বছর বয়স্কা স্ত্রী ব্রিজেত মকরঁকে নিয়ে অনেক যৌনগন্ধী রসিকতা চালু আছে।