ফেসবুকে করাচির গণ কবরের ছবি শেয়ার করে দাবি করা হয়েছে সেটি কাশ্মীরে শহীদদের কবর দেওয়ার ছবি। ছবিটিতে নালাকার কবরে সারি সারি সাদা কাফন পরিহিত মৃতদের কবরস্থ করতে দেখা যাচ্ছে। লাল পরিহিত দুই যুবক মৃতদেহ গুলিকে কবরে শায়িত করেছেন। অদূরে আরও লোকজন দাঁড়িয়ে রয়েছেন।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে “কাশ্মীরের শহীদদের গণ কবর দেওয়া হচ্ছে। হে আল্লাহ তুমি কাশ্মীরকে আবাদ করে দাও।”
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি শেয়ার করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে জেনেছে এটি কাশ্মীরের ছবি নয়। ২০১৫ সালে দাবদহে মৃত ৫০ জনকে করাচিতে গণ কবরস্থ করা হয়।
পাকিস্তানি ইধি দাতব্যের স্বেচ্ছাসেবকরা ওই বেওয়ারিশ লাশগুলির গণ কবরের ব্যবস্থা করেন। দশকের ভয়াবহ দাবদহে পাকিস্তানের দক্ষিনাংশের প্রায় ১০০০ জনের বেশি মারা যায়। ২০১৫ সালের ২৬ জুন এই ছবিটি তোলেন এএফপির চিত্র সাংবাদিক রিজওয়ান তাবাস্সুম। ছবিটি দেখা যাবে গেটি ইমেজ-এ।
দাবদহের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন পড়া যাবে এখানে। এএফপি সেসময় রিজওয়ানের তোলা দাবদহের ঘটনা পরম্পারার আরও একটি ছবি টুইট করে।
এবছরের মার্চ মাসে ওই পুরনো ছবি ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানে সন্ত্রাসবাদীদের মারা যাওয়ার প্রমাণ হিসেবে ভাইরাল হয়েছিল। সেসময় ছবিগুলি বুম খন্ডন করেছিল। প্রতিবেদনটি পড়া যাবে এখানে।