Claim
স্পষ্ট জনাদেশের জন্য প্রয়োজন ২৭৩ সিট, অথচ কংগ্রস কেবল লড়ছে ২৩০ আসনে। সেই সঙ্গে এসপি লড়ছে ৩৭ আসনে, বিএসপি ৩৭-সে, আরজেডি ২০, আর টিএমসি ৪০ আসনে। তার মানে, কোনও পার্টিই সরকার গড়ার জন্য লড়ছে না। তারা লড়ছে বিজেপি যাতে সংখ্যা গরিষ্ঠতা না পায় সেটা নিশ্চিত করতে এবং দেশকে অক্ষম করার উদ্দেশ্যে। আপনার নিজেদের ভোট নষ্ট করবেন না।
Fact
বুম ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট খুঁটিয়ে দেখে। তাতে দেখা যায়, ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য ওই পার্টি একাই ৪২৪ প্রার্থী দিয়েছে। এবং এই প্রতিবেদন লেখার সময়ের সংবাদ অনুযায়ী, বহুজন সমাজ পার্টি দিয়েছে ১৩৯ প্রার্থী।