Where has this come from? I don’t recall this. Who wrote this? I do agree with parts of it but I never sat down with anyone from memory https://t.co/mlqSWdFuFS
— Mitchell Johnson (@MitchJohnson398)
?ref_src=twsrc^tfw">December 23, 2018 জনসন টাইমস অফ ইন্ডিয়াকে টুইট করে যা-তা বলেন। তাঁর বক্তব্য, ওই সাক্ষাতকারটি যখন মেলবোর্নে নেওয়া হয়েছে বলা হচ্ছে, তখন তিনি মোলবোর্নে ছিলেনই না এবং রিপোর্টার সুমিত মুখার্জির সঙ্গে কোনও সাক্ষাতকারের জন্য কোথাও বসেননি।
?ref_src=twsrc^tfw">December 23, 2018 সোমবার টাইমস অফ ইন্ডিয়া একটি টুইটে জানায়, আগে থেকে পরিকল্পনা করে বসে নেওয়া কোনও সাক্ষাতকার এটা ছিল না ঠিকই, তবে তা সত্ত্বেও টাইমস রিপোর্টারের বয়ানকেই মান্যতা দিচ্ছে। সেই সঙ্গে টাইমস আইসিসি-কে লেখা জনসনের টুইটও উদ্ধৃত করে, যেখানে জনসন বলছেন, সাক্ষাতকারের কিছু-কিছু অংশের সঙ্গে তিনি একমত, তবে তিনি কখনও কাউকে কোথাও বসে কোনও ইন্টারভিউ দেননি। টাইমস সুমিত মুখার্জির সঙ্গে জনসনের একসঙ্গে একটা ছবিও ছাপে এটা বোঝাতে যে, ওদের দুজনের দেখা-কথা হয়েছিল ।
?ref_src=twsrc^tfw">December 24, 2018 টাইমস আরও জানায় যে দুজনের কথাবার্তা হয়েছিল পার্থে, যেখানে জনসন চলতি টেস্ট সিরিজের ধারাবিবরণী দেওয়ার কাজে যুক্ত ছিলেন। বুম অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুমিত মুখার্জির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন—‘আমাকে জনসনের টুইটের কথা জানানোর পর টাইমস আমার সঙ্গে কথা বলে টুইটের প্রতিবাদও করেছে’। বুম পত্রিকার ক্রীড়া বিভাগের জাতীয় সম্পাদক অলোক সিনহার সঙ্গেও কথা বলে, যিনি জানান, টাইমস তার রিপোর্টারের বয়ানকে পুরোপুরি সমর্থন করছে। “সুমিত পার্থ-এ জনসনের সঙ্গে দফায়-দফায় কথা বলে, যখনই জনসন তার ধারাবিবরণীর ফাঁকে ওর বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। এখন কেন জনসন টাইমস অফ ইন্ডিয়ার সুনাম নষ্ট করার চেষ্টা করছে, জানি না । তবে আমরা আমাদের রিপোর্টারের পিছনে আছি । সুমিত একজন বর্ষীয়ান ও পোড়-খাওয়া রিপোর্টার এবং ওর বিরুদ্ধে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন”।