Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভারতের বিশ্বকাপ সেমিফাইনালে হারের খুশিতে পাকিস্তানের তরুণের ছাদ থেকে লাফিয়ে মৃত্যুর খবরটি ভুয়ো

বুম ওই ভুয়ো খবরের প্রতিবেদনে ব্যবহার হওয়া ছবিদুটি চিহ্নিত করতে পেরেছে।

By - Sk Badiruddin | 19 July 2019 7:51 PM IST

ফেসবুকে ভুয়ো খবর শেয়ার করে দাবি করা হয়েছে সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার খুশিতে ছাদ থেকে লাফ দিয়ে এক পাকিস্তানি মারা গেছেন।

ওই ভুয়ো খবরের লিঙ্কটি শেয়ার করা ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘ভারতের হারের খুশিতে ছাদ থেকে লাফ মেরে মৃত্যু পাকিস্তানীর!! #RIP’

এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ১,৮০০ জনের বেশি ওই পোস্টটি লাইক করেছেন ও ৯৬৭ জন শেয়ার করেছেন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

ফেসবুক পোস্টটির স্ক্রিনশট।

ওই পোস্টটিতে শেয়ার করা লিঙ্কটিতে শিরোনাম লেখা হয়েছে, ‌‘সেমিফাইনালে ইন্ডিয়া হারের খুশিতে ছাদ থেকে লাফ, মৃত্যু ১ পাকিস্তানী।’

প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে। প্রতিবেদনটিতে পাকিস্তানে ফইজুল নামে এক ব্যক্তির মারা যাওয়ার কথা বলা হয়েছে। শেয়ার করা হয়েছে দুটি ছবি। একজন তরুণের (ইনসেটে) পাসপোর্ট ছবি ও তার দাফনের (শেষযাত্রার) ছবি ব্যবহার করা হয়েছে প্রতিদেনটিতে।

ভুয়ো প্রতিবেদনটির স্ক্রিনশট।

তথ্য যাচাই

প্রতিবেদনটিতে মৃত ব্যক্তির নাম ফইজুল লেখা থাকলেও পাকিস্তানের কোথাও এই ঘটনা ঘটেছে নির্দিষ্ট করে তার উল্লেখ নেই। খবরটি ভুয়ো। বুম রিভার্স সার্চ করে প্রতিবেদনে ব্যবহৃত ছবি দুটি চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

ইনসেটে ব্যবহার করা ছবিটি পাকিস্তানের রাওয়ালপিন্ডির ১৪ বছরের তরুন সৈয়েদ জোয়েন আলির। ৩১ মার্চ ২০১৯ টিউশানি সেরে বাড়ি ফেরার পথে ঘাইয়ুর হাইদার নামে এক ব্যক্তি তাকে নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। জোয়েন আলি বাধা দিলে গুলি চালিয়ে তাকে খুন করা হয়। রেস কোর্স থানার পুলিশ অভিযুক্ত হাইদারকে গ্রেফতার করে। পিস্তলটিও উদ্ধার করা হয়। বিস্তারিত পড়া যাবে এখানে

৩১ মার্চ ২০১৯ দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

দাফনের ছবিটি যুদ্ধদীর্ণ আফগানিস্তানের খোস্ত শহরের। ২০০৯ সালে ২৪ নভেম্বর এপির চিত্রসাংবাদিক নিশানউদ্দিন খান তোলেন এই ছবিটি। জলের গাড়িতে লুকানো রিমোট কন্ট্রোল বোমাতে একই পরিবারের ৪ জন শিশু সহ ৬ জন মারা যান। আহত হয় ১ জন। ওই পরিবার ছুটিতে ইদ উপলক্ষে কেনাকাটা করতে যাচ্ছিলেন। আটলান্টিকের ২০১৩ সালে প্রকাশিত প্রতিবেদনের ৩৪ নম্বর ছবিটিতে দেখা যাবে।

আটলান্টিকের ২০১৩ সালে প্রকাশিত প্রতিবেদনের ৩৪ নম্বর ছবি। ২০০৯ সালে ২৪ নভেম্বর এপির চিত্রসাংবাদিক নিশানউদ্দিন খান তোলেন এই ছবিটি।

বুম এর আগে ভারত বিশ্বকাপ সেমিফাইনালে হেরে যাওয়ার উল্লাসে খুলনায় চরুইভাতি করতে গিয়ে এক বংলাদেশীর গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যুর ভুয়ো খবর খন্ডন করেছে। প্রতিবেদনটি পড়া যাবে এখানে

বুম বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ে নাগপুরে আরএসএস-এর প্রধান কর্যালয়ে স্বয়ংসেবকদের নাচানাচির ভুয়ো ভিডিও এবং বিজেপি সমর্থকদের উল্লাসের ভুয়ো ছবি খন্ডন করেছে। প্রতিবেদনদুটি পড়া যাবে এখানেএখানে

Related Stories