সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে গৌতম গম্ভীর ক্রীড়ামন্ত্রী হয়েছেন। পোস্টটিতে লেখা হয়েছে, “ভারতের ক্রীড়ামন্ত্রী গৌতম গম্ভীর আপনাকে অনেক অভিনন্দন স্যার।”
পোস্টটি ২৩৮ লাইক ও ৩৩৩ জন শেয়ার করেছেন। পোস্টটি এখানে দেখা যাবে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
গৌতম গম্ভীর ক্রীড়ামন্ত্রী হয়েছেন খবরটি ভুয়ো। যুব ও ক্রীড়া বিভাগ এবং সংখ্যালঘু বিষয়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন শ্রী কিরন রিজিজু। যদিও সংখ্যালঘু বিষয়ক পূর্ণমন্ত্রী হয়েছেন মুক্তার আব্বাস নাকভি। রাষ্ট্রপতি ভবনের প্রেস বিজ্ঞপ্তি দেখা যাবে এখানে। নীচে বিজ্ঞপ্তিটির স্ক্রিনশট দেওয়া হল।
রাষ্ট্রপতি ভবনের প্রেস বিজ্ঞপ্তি।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এক ট্যুইট বার্তায় স্বাগত জানিয়েছে নব নিযুক্ত মন্ত্রী কে। তিনি বিগত মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের স্থলভিসিক্ত হয়েছেন।