প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোলে চাপা একটি ভিডিও সোস্যাল সিডিয়ায় ভাইরাল হয়েছে। ফেসবুক ও হোয়াটস্অ্যাপে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদি একটি বাচ্চা মেয়েকে মঞ্চের উপর হাত ধরে মাইক্রোফোনের কাছে নিয়ে যাচ্ছেন।
তারপর ওই বাচ্চা মেয়েটিকে মাইক্রোফান এগিয়ে দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছেন তিনি। বাচ্চাটিকে তারপর “চৌকিদার চোর হ্যায়” বলতে দেখা যায়। প্রধানমন্ত্রী তার মাথা চাপড়ে দেন। এরকম একটি পোস্ট আর্কাইভ করা আছে এখানে এবং এখানে।
ওই ভিডিওটির আর একটি রকমফের এর দৃশ্যাবলী হবহু এক। শুধু বাচ্চা মেয়েটিকে “চৌকিদার চোর হ্যায়” এর পরিবর্তে রাহুল “রাহুল গান্ধী পাপ্পু হ্যায়” বলতে দেখা যায়।
তথ্য যাচাই
ভিডিওটি ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে গুজরাটের নভসরিতে আয়োজিত একটি অনুষ্ঠানের। যেখানে রিও প্যারাঅলিম্পিকে অংশগ্রহনকারী প্রতিযোগী ও বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়।
ওই অনুষ্ঠানে বিশেষ ভাবে সক্ষম ওই শিশুটি রামায়ন থেকে পাঠ করে শোনায়। ভিডিওটি ওই অনুষ্ঠান থেকে নিয়ে এডিট করা হয়েছে।
আসল ভিডিও দেখা যাবে নিচে।
এই দুটি ভিডিওর সত্যতা নিয়ে বুম আগেই প্রতিবেদন প্রকাশ করেছে।