একটি সোস্যাল মিডিয়া গ্রুপ থেকে একটি ফেসবুক পোস্টে ছবি সহ দাবি করা হয়েছে, ছবিটি লোকসভা ভোটে আসানসোলের প্রার্থী বাবুল সুপ্রিয়র। ছবিটিতে এক ব্যক্তিকে দেওয়ালে প্রসাব করতে দেখা যাচ্ছে।
ওই পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে। “ইনি হলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, নিজের কেন্দ্রের বিরোধীদের দেওয়া ফেস্টুন ছিড়তে ছিড়তে খুবি ক্লান্ত, নিজের লোকসভা কেন্দ্রে এসে কেন্দ্রকে স্বচ্ছ করতে দেয়ালে লাইন দিয়ে দেয়ালে ধৌত করতে করতে সবাইকে স্বচ্ছ ভারত অভিযান মনে করিয়ে দিচ্ছে!” পোস্টটি ৫১০ জন লাইক ও ৯৭ জন শেরার করেছেন। পোস্টটি এখানে আর্কাইভ করা আছে।
তথ্য যাচাই
ছবিটি ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় বামদিকের স্বচ্ছ ভারতের লোগো দেওয়া বোর্ডটিতে হিন্দিতে ‘নিগম ভুপাল’ লেখা রয়েছে।
আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এই মুহুর্তে তার কেন্দ্রে নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত। তিনি সাম্প্রতিক সময়ে ভূপালে কোনও নির্বাচনী প্রাচারে যাননি। ছবিটিতে দেওয়ালে প্রসাবরত ব্যক্তিটির ছবি অস্পষ্ট। ছবি দেখে মুখ চিহ্নিত করা বুমের পক্ষে সম্ভব হয়নি।
২০১৭ সালের জুন মাসে দেওয়ালে প্রসাব করার এরকমই একটি ছবি ভাইরাল হয়েছিল। প্রসাবরত অবস্থায় ক্যমেরায় ধরা পরেন কেন্দ্রীয়মন্ত্রী রাধা মোহন সিং। পরে বিহার রাজ্য বিজেপির মুখপাত্র, রাজীব রঞ্জন বলেন পূর্ব চম্পারনের বিধায়কের ওই ছবিটি পুরনো ছিল। ছবিটিতে মন্ত্রীর গাড়িতে লালবাতি দেখা যায়। সে বছর ১ মে থেকে ভারত সরকার এক বিজ্ঞপ্তিতে লালবাতি ব্যবহার বন্ধের নির্দেশ দেয়। এব্যপারে প্রকাশিত খবর পড়া যাবে এখানে।