ইসলামিক প্রচারক জাকির নায়েকের সঙ্গে ছবিতে থাকা এক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মিথ্যে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি নাকি ইস্টার রবিবারে শ্রীলঙ্কায় হওয়া নক্কারজনক জঙ্গি হামলার আত্মঘাতী মানব বোমা।
পোস্টটির স্কিনশট নীচে দেওযা হল। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
বুম তার হোয়াটস অ্যাপ হেল্পলাইন (৭৭০০৯০৬১১১) নম্বরে জনৈক পাঠকের থেকেও এই ছবিটি পেয়েছে।
ছবির সাথে পাঠানো বার্তাতে লেখা হয়েছে, ''শ্রীলঙ্কার আত্মঘাতী বোমা হামলাকারী জাকির নায়েকের সঙ্গে। জাকির নায়েককে স্বক্রিয়ভাবে সমর্থন ও গড়ে তোলার পিছনে দিগ্বীজয় সিং ও ইউপিএ দায়ী।
প্রাক্তন সমরকর্মী ও বিজেপি সদস্য মেজর সুরেন্দ্র পুনিয়াও এই ভাইরাল বার্তাটি ট্যুইট করেন। তিনি ক্যাপশন লেখেন, ''হৃদয়ের সম্পর্ক ১ ছবি- প্রচারক জাকির নায়েকের সঙ্গে শ্রীলঙ্কার আত্মঘাতী বোমা হামলাকারী। ২ জাকির নায়েকের সঙ্গে কংগ্রেস নেতা দিগ্বীজয়। তেরে টুকরে হোঙ্গে/আফজল প্রেমী নেতা কানহাইয়া তার জন্য প্রচার করবে @দিগ্বীজয়_২৮ স্যার, দয়া করে আপনার বন্ধু জাকির নায়েককেও স্কাইপের মাধ্যামে ভুপালের মিছিলে বলতে বলুন।''
ট্যুইটটি দেখতে এখানে ক্লিক করুন। ট্যুইটটি আর্কাইভ করা আছে এখানে।
ছবিটি ফেসবুক ও ট্যুইটারে বিভিন্ন ক্যাপশানে ভাইরাল হলেও প্রত্যকেই দাবি করেছেন বামদিকের ওই ব্যক্তিটি একজন আত্মঘাতী বোমা হামলাকারী।
ট্যুইটটি দেখতে এখানে ক্লিক করুন এবং ট্যুইটটি আর্কাইভ করা আছে এখানে।
পোস্টটি এখানে ক্লিক করে দেখা যাবে। পোস্টটি এখানে আর্কাইভ করা আছে।
তথ্য যাচাই
ফটোটির রিভার্স সার্চ একটি ব্লগে পৌছায়। যেটি ওই ব্যক্তিকে মহাম্মদ জামরি ভিনোথ নামে চিহ্নিত করে। যিনি একজন মালেশিয়ার বিতর্কিত মুসলিম প্রচারক এবং জাকির নায়েকের অনুরাগী।
মালয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভিনোথকে জিঞ্জাসাবাদের জন্য মালয়েশিয়ার পারলিসে ২৮ এপ্রিল ২০১৯ আটক করা হয়েছে। ধর্মীয় বক্তব্য দেবার সময় তথাকথিত হিন্দু ধর্ম সম্পর্কে অপমানজনক মন্তব্যের জেরে তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ জমা পরে।
ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া ভিনোথ আর একজন বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের অনুগামী। জাকির নায়েক অর্থ তছরুপ এবং বিদ্বেষমূলক বক্তব্যের কারনে ভারতে ফেরার। ২০১৬ সালে তিনি মালেশিয়া পাড়ি দেন।
বুম ভিনোথের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে খুজে পেয়েছে ভানোথের সঙ্গে জাকির নায়েকের দেখা হওয়া।
kindly embed this insatgram link:
https://www.instagram.com/p/Bq6gk77gpka/
আমরা ২০১৮ সাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া ভনোথের ভাইরাল হওয়া ছবিটি খুজে পেযেছি।
পোস্টটি দেখার জন্য ক্লিক করুন এখানে।
উপরন্তু, শ্রীলঙ্কার ওই জঙ্গি হামলাতে ৯ জন আত্মঘাতী হামলাকারী মারা যায় (বিস্তারিত পড়ুন)