জানুয়ারী মাসে হওয়া এএফসি এশিয়ান কাপে কাতারের কাছে নিজের দেশ হেরে যাবার পর একজন ইরাকীয় চিত্র সাংবাদিকের কান্নার কয়েকটি ছবিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হতভাগ্য বিশ্বকাপ সেমিফাইনাল খেলায় মহেন্দ্র সিং ধোনির উইকেট হারানোর ছবির সঙ্গে মিথ্যে করে জোড়া হচ্ছে।
ক্যামেরার ভিউফাইন্ডারে তাকানো অবস্থায় ওই ফটোগ্রাফারের ফোঁপানোর তিনটি ছবির সঙ্গে বুধবারের খেলায় রানআউট হয়ে যাবার পর ধোনির ময়দান ছাড়ার ছবি শেয়ার করা হচ্ছে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ধনির প্রস্থানের সাথে সাথে নিউজিল্যেন্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অদিষ্ট রণে ভঙ্গে দেয়, যেরকমটা তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের আশা করা হয়েছিল।
তথ্য যাচাই
একটি রিভার্স সার্চের মাধ্যমে জানা যায় যে, এটি এক ইরাকীয় ফটোগ্রাফারের ছবি। যার দেশ কাতারের বিরুদ্ধে ফুটবল খেলায় হেরে গিয়েছিল। এবছরের জানুয়ারী মাসে হওয়া ২০১৯ এএফসি কাপে কোয়াটার ফাইনালে কাতার ১-০ গোলে হারায় ইরাককে।
আমরা ফক্স স্পোর্টস এশিয়া-র একটি প্রতিবেদনের মাধ্যমে চিহ্নিত করেছি যে ওই ফটোগ্রাফার হলেন মহম্মদ আল আশাশায়।
আমরা আল-আশাশায়ের ছবিগুলির সঙ্গে ভাইরাল ছবিটি তুলনা করে মেলাতে সক্ষম হয়েছি।
ভাইরাল হওয়া ছবিটি সম্পর্কে আমরা আল-আশাশির আরটিআরবিককে দেওয়া একটি সাক্ষাৎকার খুঁজে পেয়েছি। (০:৩৭ মিনিটে)