শুধু জাঙ্গিয়া পরে, এক ব্যক্তিকে বলিউডের গানের তালে তালে নাচতে দেখা যাচ্ছে একটি ভিডিওতে। দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি নাকি রাজ্যসভার বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী।
ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে যে এক অসতর্ক মুহূর্তে তোলা হয় ভিডিওটি।
হিন্দিতে লেখা ক্যাপশনটি বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “আরও একটি নতুন ভিডিও। ডঃ সুধাংশু ত্রিবেদী একজন ভারতীয় রাজনীতিবিদ। বিজেপির একজন নেতা। বিদেশে বিকাশের কাজে ব্যস্ত…”
(হিন্দি বয়ানটা ছিল এই রকম: “ एक और नया वीडियो। Dr Sudhanshu Trivedi is an Indian politician. A leader of BJP (बलात्कारी जनता पार्टी) विधायक विदेश में विकास पैदा करते हुए….)
ভিডিওটি ১.৩৯ সেকেন্ডের। তাতে বলিউডের ‘আয়ে মেরে হমসফর’ গানটি পেছনে বাজতে শোনা যায়। এক মহিলা এবং যিনি নাচটির ছবি তুলছিলেন, তাদের এক ঝলক দেখা যায় ভিডিওটিতে। কিন্তু তাদের পরিচয় জানা যায়নি।
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুকে ভাইরাল
একই ভিডিও বিভিন্ন ক্যাপশন সমেত ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।
ভাইরাল ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, আমরা তার আর সুধাংশু ত্রিবেদীর ছবি মিলিয়ে দেখি। স্পষ্টতই, ওই ব্যক্তিটি সুধাংশু ত্রিবেদী নন।
দেখা যাচ্ছে, তাদের মুখের গঠন স্বতন্ত্র এবং এক রকম দেখতে নয়।
বুম ত্রিবেদীর প্রতিক্রিয়া জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করে। তাঁর মতামত পাওয়া গেলে আমরা এই প্রতিবেদন আপডেট করব।
ত্রিবেদী ৯ অক্টোবর বুধবার উত্তরপ্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বিজেপি সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন।