বিজেপি কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের একটি ভিডিও বেশ কয়েকদিন ধরে হোয়াটসঅ্য়াপ সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ভিডিওটির সঙ্গে পাঠানো বার্তায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর ৭৭০০৯০৬১১১ এ একজন পাঠক ওই ভিডিওটি পাঠিয়ে এর সত্যতা সম্পর্কে জানতে চেয়েছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে পুলিশ বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করছে। পুলিশের পাশাপাশি নীল জামা ও নেভি-বু প্যান্ট পরিহিত সিভিক ভলেন্টিয়ারদেরও বেধরক মারধোর করতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের। বাইকে বিজেপি কর্মীদের পতাকা রয়েছে। অনেকগুলি রাস্তায় শোয়ানো বাইকে বিজেপি কর্মীদের পতাকা দেখা যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে কয়েকজন। ভিডিওটি নীচে দেওয়া হল। সতর্কতা ভিডিওটি হিংসাত্মক।
তথ্য যাচাই
বুম ভিডিওটিতে বংলা ভাষায় দোকানের নাম দেখে ভিডিওটি পশ্চিমবঙ্গের বলে অনুমান করে। বুম ইউটিউবে ‘ডাব্লু বি পুলিশ বিটস্ বিজেপি ওয়ার্কারর্স’ লিখে কিওয়ার্ড সার্চ করে। বুম ভিডিওটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
৩ মার্চ ২০১৯ রাজ্যজুড়ে বিজপি যুব মোর্চা আয়োজিত ‘বিজয় সংকল্প যাত্রা’র বাইক র্যালিকে বোর্ডের পরীক্ষা চলায় পুলিশের তরফে অনুমোদন দিতে অস্বীকার করা হয়। মেদিনীপুরে বিজেপি কর্মীদের বাইক র্যালিতে পুলিশ লাঠিচার্জ করে।
২৪ মার্চ ২০১৯ ওই ভিডিও সহ খবরটি ইন্ডিয়া টিভির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।