পাকিস্তানি নাগরিকদের মূলতানে ভারতীয় পতাকা পোড়ানোর পুরনো ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় আবেদন করা হয়েছে প্রতিবাদে সরব হতে। অনেকে ওই ঘটনাকে সাম্প্রতিক বলে ভুল করছেন।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘এরা যা খুশি তাই করবে। আমাদের সেটা মেনে নিতে হবে। এই গুলো কিন্তু ঠিক হচ্ছে না। কমেন্ট প্লিজ।’
পোস্টের ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি পোস্টার নিয়ে প্রতিবাদ করছে। ভারতের জাতীয় পতাকা পোড়াতে দেখা যাচ্ছে।
ছবিটিতে লেখা হয়েছে, "যদি দেশকে ভালোবাসেন, তবে জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদ করুন। শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন।"
এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পোস্টটি লাইক করেছে ২৯৪ জন ও শেয়ার করেছেন ৪৫ জন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে জেনেছে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ২০১৬ সালের ২৩ নভেম্বর একটি পাকিস্তানি বাস ভারতীয় কাশ্মীর সীমান্তে এসে পড়লে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে ৯ জন পাকিস্তানি নাগরিক মারা যায় ও ৭ জন আহত হয়। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানি নাগরিকরা মুলতানে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়। ভারতীয় পতাকা পোড়ায় প্রতিবাদকারীরা। বিস্তরিত পড়া যাবে এখানে।
এএফপির চিত্র সাংবাদিক এসএস মির্জা ওই ছবিটি তোলেন। ছবিটি দেখা যাবে গেটি ইমেজেস-এ।