রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) একটা পুরনো ছবিতে দেখা যাচ্ছে তাদের স্বেচ্ছাসেবকরা বাচ্চাদের খাবার বিতরণ করছেন। ছবিটি শেয়ার করা হচ্ছে এই মিথ্যে দাবি সমেত যে, শুক্রবার ওড়িশায় ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়ার পরই, আরএসএস-এর কর্মীরা খাদ্য বিতরণ শুরু করে দেয়।
ফণী আঘাত হানলে, ওড়িশায় আলাদা আলাদা ঘটনায় তিনজন মারা যান। বলা হচ্ছে, ১৯৯৯ সালের বিধ্বংসী 'সুপার সাইক্লোন'-এর পর ফণীই হল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় যেটি পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে, বিশেষ করে ওড়িশাকে, আঘাত করেছে (বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন)।
'চৌকিদার রমেশ' নামের এক টুইটার হ্যান্ডেল ছবিটি শেয়ার করেছে। সঙ্গে ক্যাপশনে বলা হয়, "#সাইক্লোন ফণীর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আরএসএস কর্মীরা #ফণী সাইক্লোন দ্বারা #ওড়িশায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে প্রস্তুত। ওই স্বেচ্ছাসেবীদের অভিনন্দন।"
ছবিটি দেখতে এখানে ক্লিক করুন, আর আর্কাইভ সংস্করণ দেখতে এখানে।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত টুইটটি ৫১ বার রিটুইট করা হয়েছিল, আর লাইক পেয়েছিল ৭১। ওই মিথ্যে দাবি সমেত ছবিটি ফেসবুকেও শেয়ার করা হয়।
পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন, আর আর্কাইভ সংস্করণ দেখতে, এখানে ।
তথ্য যাচাই
বুম গুগুলে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে। দেখা যায়, সেটি অক্টোবর ২০১৩ প্রথম প্রকাশ করা হয়েছিল।
ছবিটি অক্টোবর ১৬, ২০১৩'য় সম্বাদ.অর্জ নামের এক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সে বছর সাইক্লোন ফাইলিন ওড়িশায় আঘাত হানে।
ছবিটি কিসের?আরএসএস কর্মীরা কি স্কুলে মিড-ডে মিলের খাবার দিতে সাহায্য করছেন, নাকি প্রাকৃতিক বিপর্যয়ের পর ত্রাণ বিলি করছেন? ছবিটি থেকে তা স্পষ্ট হচ্ছে না।