ফ্যাক্ট চেক

কাশ্মীরে ইদের দিনে সেনার উপর বিক্ষোভকারীদের পাথর ছোঁড়ার ঘটনা বলে ভাইরাল পুরনো ছবি

ইদের দিনে কাশ্মীরের বিভিন্ন অংশে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এঘটনা সত্যি। তবে, বুম সার্চ করে দেখেছে ভাইরাল হওয়া পোস্টের ছবিগুলি পুরনো।

By - Sk Badiruddin | 8 Jun 2019 5:28 PM IST

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টটিতে তিনটে ছবি শেয়ার করা হয়েছে। প্রথম ছবিতে একজন বুলেটপ্র‍্রুফ জ্যাকেট পরিহিত সেনার মুখ ও নাক থেকে রক্ত বেরতে দেখা যাচ্ছে। মাথায় হাত দিয়ে রয়েছেন তিনি। আঘাতের ক্ষতস্থান ঢেকে রেখেছেন হয়ত।

দ্বিতীয় ছবিটিতে একটি পুলিশের গাড়ির সামনে কয়েকজন সেনা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন।

তৃতীয় ছবিটিতে মুখ ঢাকা এক ব্যক্তিকে কিছু ছুঁড়তে দেখা যাচ্ছে। রাস্তায় ইট বা পাথর জাতীয় কিছু পরে থাকতে দেখা যাচ্ছে।

এপর্যন্ত পোস্টটি ৩১৪ জন লাইক ও ১৮২ জন শেয়ার করেছেন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

পোস্টটির স্ক্রিনশট।

আর একটি ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘আজ নামাজের পর নিরাপত্তা বাহিনীর উপর পাথর ছোঁড়ে কাশ্মীরে #ইদের উল্লাস চলছে।’’

এই পোস্টটিতে প্রথম পোস্টটির প্রথম ও তৃতীয় ছবি ব্যবহার করা হয়েছে এখানে। এপর্যন্ত পোস্টটি ১৬১ জন লাইক ও ১০০০ জন শেয়ার করেছেন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

পোস্টটির স্ক্রিনশট।

তথ্য যাচাই

ইদের দিন সুপুর, অনন্তনাগ ও কাশ্মীরের অন্যান্য অংশে নিরাপত্তারক্ষী ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছিল এই খবরটি সত্যি। সৌভাগ্যবশত, কোনও নিরাপত্তা কর্মী ওই ঘটনায় যখম হননি।

বুম রিভার্স সার্চ করে জেনেছে ভাইরাল হওয়া পোস্টগুলির একটি ছবিও সাম্প্রতিক ঘটনার নয়। ছবিগুলি নীচে যাচাই করা হল।

প্রথম ছবি, উত্তর প্রদেশের লখনউয়ের। ২০১৬ সালে অগস্ট মাসে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতির প্রতিবাদে বিজেপির বিধানসভা ঘেরাও কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাঁধে। লাঠিচার্জ করা হয়। জখম হন পুলিশ কর্মীরা।

দ্বিতীয় ছবি, ২০১৬ সালের দক্ষিন কাশ্মীরের পাম্পোরের। জুন মাসে জওয়ানদের কনভয়ের ওপর হওয়া সন্ত্রসী হামলায় ৮ জন সিআরপিএফ কর্মী মারা যান। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ওই ঘটনার দায় স্বীকার করে।

তৃতীয় ছবি, ২০১৬ সালের জানুয়ারি মাসে কাশ্মীরে বিক্ষোভকারীদের পাথর ছোড়ার ঘটনা।

Related Stories