একটি পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে চালানো হয়েছে। সেটি ভাইরাল হয়েছে এই বলে যে, প্রতিরক্ষা বাহিনীর এক দল সেনা মঙ্গলবার পাকিস্তানে জঙ্গি শিবিরের ওপর ভারতীয় বায়ু সেনার হামলার পর ওই সেনারা আনন্দে মেতেছেন।
ভিডিওর সঙ্গে ক্যাপশনে বলা হয়েছে, “ভারতীয় সেনার আনন্দের সকাল ৪.৩০-এ” ‘(भारतीय सेना की खुशी सुबह 4:30 बजे) ।
মঙ্গলবার খবরে বলা হয়, মঙ্গলবার সকাল ৩.৩০ মিনিটে শুরু হয় ২১ মিনিটের ওই বিমান হানা।
তিরিশ সেকেন্ডের ওই ভিডিওয় দেখা যাচ্ছে যে, তিনজন সেনা দালের মেহেন্দির হিট গান বোলো টা রা রা’র তালে তালে নাচ্ছেন। পরে আরও কয়েকজন যোগ দিচ্ছেন তাঁদের সঙ্গে।
পোস্টের আর্কাইভ সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন। বেশ কয়েকটি ফেসবুক পেজ আর টুইটার হ্যান্ডেল থেকে পোস্টটি ভাইরাল হয়েছে।
কয়েকটি ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করার সময় এই ক্যাপশনও সঙ্গে জুড়ে দিচ্ছে: “পাকিস্তানে বিমান হামলা চালানোর পর, ভারতীয় সেনারা আনন্দ করছেন।” (पाकिस्तान में एअर स्ट्राइक करके भारत लौटकर खुशी का इजहार करते भारतीय सेना के जवान…)
তথ্য যাচাই
‘ভারতীয় সেনারা নাচছে’, এই মর্মে সার্চ করলে একটা পুরনো ভিডিওর সন্ধান পাওয়া যায়। সেটি মার্চ ২০, ২০১৮ তারিখে, ইউটিউব ও অন্য একটি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল।
এখানে ক্লিক করলে ওই একই ভিডিও অন্য এক ওয়েবসাইটেও দেখা যাবে। আমাদের তথ্য যাচাই দেখিয়ে দেয় যে, ভিডিওটি আসল, কিন্তু বায়ুসেনার বালাকোট হানার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।