পাকিস্তানের বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী শুক্রবার এই ভুয়ো দাবি জানিয়েছে যে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে এয়ার মার্শাল চন্দ্রশেখরন হরি কুমারকে বরখাস্ত করা হয়েছে ।
আসলে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি এয়ার মার্শাল, ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হরি কুমার ৩৯ বছর ব্যাপী গৌরবময় কর্মজীবনের পর অবসরগ্রহণ করেন ।
পাকিস্তানের বেশ কয়েকটি টুইটার হ্যান্ডেল কিন্তু দাবি করে, তাঁর অপদার্থতার কারণেই বায়ুসেনা তাঁকে বরখাস্ত করেছে ।
টুইটগুলির আর্কাইভ বয়ান দেখতে এখানে , এখানে এবং এখানে ক্লিক করুন ।
তথ্য যাচাই
বুম ভারতীয় বায়ুসেনার মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জির সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি বিষয়টি উড়িয়ে দেন —"এটা সম্পূর্ণ ভুয়ো একটা খবর, যা ছড়ানো হচ্ছে । এয়ার মার্শাল তাঁর স্বাভাবিক কর্মজীবনের সমাপনান্তেই অবসর নিয়েছেন । অনেক আগে থেকেই এটা পরিকল্পিত ছিল । পাকিস্তানি মিডিয়ায় এ বিষয়ে যা রটানো হচ্ছে, তা নির্জলা মিথ্যা l ৩৯ বছরের গৌরবময় চাকরি জীবনের অন্তে তিনি অবসর নিয়েছেন ।"
তিনি পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, বায়ুসেনা পদক এবং বিশিষ্ট সেবা পদকপ্রাপ্ত এক অফিসার । ২০১৭ সালের ১ জানুয়ারি তাঁকে রাষ্ট্রপতির সাম্মানিক এডিসি পদে অভিষিক্ত করা হয় ।
১ মার্চ ভারতীয় বায়ুসেনার সরকারি টুইটার হ্যান্ডেল তাঁর দীর্ঘ গৌরবোজ্জ্বল কর্মজীবনের মাইলফলকগুলি তুলে ধরে ।
ভারতীয় বায়ুসেনা একই সঙ্গে এটাও ঘোষণা করে যে, ১ মার্চ থেকেই এয়ার মার্শাল রঘুনাথ নাম্বিয়ার ওয়েস্টার্ন কমান্ডের এওসি-ইন-সি'র কার্যভার বুঝে নিয়েছেন ।