ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস-এর ম্যাচে মাঠের দর্শকরা “চৌকিদারই চোর” বলে স্লোগান দিচ্ছেন, এমন একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
এই স্লোগানটি আসলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দেওয়া, যেটি তিনি রাফাল যুদ্ধবিমান কেনার দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবহার করেছেন ।
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি তাঁর টুইটার হ্যান্ডেলে চৌকিদার উপসর্গটি জুড়ে দিয়ে এবং অন্য সব দলীয় নেতা ও সমর্থকদেরও তেমনটা করার নির্দেশ দিয়ে প্রতিপক্ষের এই অভিযোগের মোকাবিলা করছেন ।
রাজস্থান রয়্যালস-এর জয়দেব উনাদকাট একটি ওয়াইড বল করার পরই ভিডিও ক্লিপে কয়েক সেকেন্ডের জন্য মাঠে এই স্লোগানটি শোনা গেছে ।
স্ক্রিনের নীচে লেখা স্কোর থেকে বোঝা যাচ্ছে, অষ্টাদশ ওভার চলাকালীন এই ঘটনাটি ঘটে, যখন রাজস্থান রয়্যালস ৩ উইকেট হারিয়ে ১৬০ রান করেছে ।
বেশ কয়েকজন পাঠকও বুম-এর টুইটার হ্যান্ডেল ট্যাগ করে ভিডিওটি আমাদের যাচাই করার অনুরোধ করেছেন ।
ফেসবুকেও ক্লিপটি ভাইরাল হয়েছে—
Full View
তথ্য যাচাই
বুম গোটা খেলাটির পাঁচ ঘন্টার ভিডিও হটস্টার অ্যাপে পর্যবেক্ষণ করে দেখেছে, সত্যি-সত্যিই খেলা চলার সময় ওই স্লোগানটি মাঠে উঠেছিল । ২টো ৩০ মিনিট ৩২ সেকেন্ডে স্টেডিয়ামের দর্শকদের একাংশের মধ্য থেকে ওই স্লোগানটি উচ্চারিত হতে শোনা যায় ।
ভাইরাল হওয়া দুটি ক্লিপেই এবং হটস্টারের আপলোড করা রেকর্ডেও স্লোগান শোনা যাওয়ার সময় স্কোর একই ছিল । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন ।