একজন ফেসবুক ব্যবহারকারী একটি পোস্টে অনেক ফাঁকা চেয়ারের ছবি দিয়ে দাবি করেছেন ছবিটি সদ্য অনুষ্ঠিত বিজেপির ব্রিগ্রেডের সভার। তিনি ক্যাপশনে লিখেছেন, “ব্রিগেডের সভায় প্রতি চেয়ারে টিফিন আছে কিন্তু লোক নেই, এর থেকেই বোঝা যাচ্ছে বাংলার মানুষ এক জোট বিজেপিতে নেই একটিও।”
ছবিটিতে সারি সারি ফাঁকা চেয়ারে ব্যাগ জাতীয় কিছু রাখা ছিল। পোস্টটি এখানে আরকাইভ করা আছে। এবং পোস্টটি নীচে দেখতে পাবেন।
তথ্য যাচাই
বুম ছবিটি রুশীয় সার্চ ইঞ্জিন ইয়েনডেক্স-এ সার্চ করে। ছবিটি ৩ এপ্রিল ২০১৯ বিজেপির ডাকা ব্রিগেডের জনসভার নয়।
মূল ছবিটি বারানসীতে ২০১৮ সালে জানুয়ারী মাসে হওয়া বিজেপির ডাকা অন্য আর একটি জনসভার। ওই সভায় ভারতীয় জনতা পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদ্যিনাথ উপস্থিত ছিলেন।
এব্যাপারে লাইভ হিন্দুস্থান ডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যা পড়া যাবে এখানে। ওই ওয়েবপেজের ইমেজ গ্যালারিতে ৪ নম্বরে থাকা বারানসীর গত বছরের ছবিটিই পু্র্নঃব্যবহার করা হয়েছে এবছরের কলকাতা ব্রিগেডের বিজেপির জনসভা বলে।
রাজারাম যাদব নামে আর এক ব্যক্তিও ছবিটি আগের বছর টুইট করেছিলেন। টুইটি এখানে আর্কাইভ করা আছে।
উলেখ্য, রাজ্য বিজেপির ডাকা ৩ এপ্রিলের এই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। ব্রিগেডের এই জনসভা গরমকালে হওয়ায় মাঠটি মুড়ে ফেলা হয়েছিল অস্থায়ী বড় বড় ৯ টি জার্মানি হ্যাঙারে ঝোলানো অ্যালুমিনিয়াম ছাউনিতে।