ফেসবুকে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার পেলের মৃত্যুর গুজব খবর ভাইরাল হয়েছে। এরকম একটি ফেসবুক পোস্টে শিরোনাম লেখা হয়েছে, 'কয়েক ঘণ্টা আগে লন্ডনের এর একটি হাসপাতালে চিরবিদায় নিলেন বিশ্বের সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ ফুটবলার পেলে মৃত্যুুকালে বয়স হয়েছিল 78 বছর।'
পোস্টির ছবিতে লেখা রয়েছে, 'আমাদের ছেড়ে চলে গেলেন সর্বকালের শ্রেষ্ঠ ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। কিছুক্ষন আগে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মত্যুকালে বয়স ছিল মাত্র ৭৮ বছর। বার্ধক্যজনিত করনে উনার জীবনাবসান ঘটে।'
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২২০ জন লাইক ও ১৪২ জন শেয়ার করেছেন পোস্টটি। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে। আরও একটি একই রকমের গুজব আর্কাইভ করা আছে এখানে।
বুম পেলের মৃত্যুর জীবনাবসানের কোনও খবর খুঁজে পায়নি। পেলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে শেষ টুইট করা হয়েছে ১ জুন ২০১৯।
তাঁর প্রতিনিধিরা ১৫ জুন জানিয়েছেন, "এবার এই ধরনের গুজবের তালিকায় পেলেও ঢুকে পড়লেন যে সব বিখ্যাত মানুষ এই গুজবের শিকার হয়েছেন। তিনি জীবিত এবং ভালো, ইন্টারনেটে আপনারা যা দেখেন বিশ্বাস করা বন্ধ করুন। "
২০১৪ সালে ও ২০১২ সালেও এই কিংবদন্তী ফুটবল খেলোয়াড়ের মৃত্যু সংক্রান্ত গুজব ছড়িয়েছিল।
বুম এর আগে অভিনেতা ভিক্টর ব্যনার্জীর মৃত্যু নিয়ে গুজব খন্ডন করেছে। প্রতিবেদনটি পড়া যাবে এখানে।