ভারতের ফেসবুক ও হোয়াট্স্যাপে শ্রীলঙ্কার একটি মর্মান্তিক ভিডিও শেয়ার করা হচ্ছে, যাতে একটি হাতি একটি মানুষকে পিষে মারছে । সোশাল মিডিয়ায় ঘটনাটিকে তামিলনাড়ুর বলে চালানো হচ্ছে ।
৩৫ সেকেন্ডের ভিডিওটিতে জঙ্গলে একটি হাতিকে ঘুরতে দেখা যাচ্ছে, যেখানে একটি লোক তার দিকে যাচ্ছে এবং প্রথমে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে । পরের কয়েক সেকেন্ডে লোকটি হাত তুলে হাতিটিকে পোশ মানানোর চেষ্টা করে আর তাতেই হাতিটি উত্তেজিত হয়ে তার দিকে তেড়ে আসে । ভিডিওটিতে অন্য একটি লোককে দেখা যায় আক্রান্ত মানুষটিকে বাঁচানোর চেষ্টা করতে আর পিছন থেকে মহিলা ও শিশুদের আর্তনাদও শোনা যায় ।
সোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে একটি ভুল ক্যাপশন সহ । তাতে লেখা হয়েছে, “তামিলনাড়ুর এক জঙ্গলে হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে গতকাল একটি লোক মারা গেছে”।
নীচের ভিডিওটি মর্মান্তিক, বুঝে-শুনে দেখুন
ঘটনাটি শ্রীলঙ্কার, ভারতের নয়
বুম ভিডিওটি বিশ্লেষণ করে দেখেছে, ঘটনাটি শ্রীলঙ্কার ইয়ালা ন্যাশনাল পার্ক-এর । শ্রীলঙ্কার একটি স্থানীয় ডিজিটাল সংবাদ-সাইট নিউজফার্স্ট-এও ঘটনাটির রিপোর্ট বের হয়েছে এখানে পড়ুন।
শ্রীলঙ্কার বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের সঙ্গেও আমরা যোগাযোগ করি, যারা জানায় ঘটনাটি সে দেশেরই । দফতরের সহকারি অধিকর্তা বীরসিংহে শান্তা বুমকে জানান, “ঘটনাটি গত ১৮ ডিসেম্বরের, হাম্বানটোটার ইয়ালা ন্যাশনাল পার্কের । এক ব্যক্তি বুনো হাতিটিকেপোষ মানাতে জাদু ও মন্ত্রতন্ত্রের সাহায্য নিয়েছিল । কিন্তু ও সব যে বেকার এবং হাতিটা রেগে গিয়ে নিজেকে বিপন্ন মনে করে লোকটিকে আক্রমণ করে”।
তিনি আরও বলেন, “লোকটি মোটেই হাতিটির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিল না । ঘটনার সময় লোকটি নেশাগ্রস্ত ছিল কিনা, সেটাও স্পষ্ট নয় । তবে অন্য কিছু ভিডিও আছে, যাতে একই ধরনের জাদু বা বশীকরণের তুকতাক দিয়ে হাতি বশ করার চেষ্টার নমুনা আছে এবং এই লোকটিও হয়তো সেরকম কিছুই চেষ্টা করছিল”।