প্রতিবন্ধী সেজে এক পাকিস্তানির ভিক্ষে করার ২০১৮ সালের একটি ভিডিও ভাইরাল করা হয়েছে ভারতের দিল্লির ঘটনা হিসেবে।
ভিডিওটির প্রথম অংশে লোকটিকে দেখা যাচ্ছে হাতে ভর দিয়ে নিজের শরীরটাকে রাস্তা দিয়ে টেনে নিয়ে যেতে, যাতে মনে হয় সে হাঁটতেই পারে না। তার সঙ্গে রয়েছে একটি স্ত্রীলোক ও ৪টি শিশুও। দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে, লোকটি একটি বাড়ির সিড়িতে বসে পায়ে চটি গলাচ্ছে, তারপর দিব্যি উঠে দাঁড়িয়ে হেঁটে চলে যাচ্ছে।
ভিডিওতে দাবি করা হচ্ছে, স্রেফ আল্লার দয়ায় দিল্লির এই খোঁড়া লোকটি তার চলার শক্তি ফিরে পেয়েছে।
(মূল হিন্দিতে ক্যাপশন: ‘राजधानी दिल्ली में हुआ #अल्लाह का बहुत बड़ा चमत्कार भीख मांगते हुए विकलांग युवक के हुए पैर ठीक’)
তথ্য যাচাই
ভিডিওটিকে মূল কয়েকটি ফ্রেমে ভেঙে অনুসন্ধান করে দেখা গেছে, এটি ২০১৮ সালে আপলোড হওয়া ইউটিউবের কয়েকটি ভিডিওর হদিশ দিচ্ছে। তার মধ্যে পাকিস্তান জিন্দাবাদ নামের একটি ইউ-টিউব চ্যানেল এই ভিডিওটিই আপলোড করে ২০১৮ সালের ১৩ মার্চ, যার ক্যাপশন লেখা ছিল— “এই পাকিস্তানি ভিখারিটি একজন সেরা অভিনেতা।”
অন্য ইউটিউব চ্যানেলগুলোও এই একই ভিডিও আপলোড করে জানায়— ভিডিওটি পাকিস্তানের।
এই ভিডিওটাই আবার বুম তুরস্কের সংবাদ-ওয়েবসাইট শো টিভির ফেসবুক পেজ শো আনা হাবের-এ আপলোড হতে দেখেছে ২০১৮ সালের ২০ নভেম্বর। ভিডিওটির ক্যাপশনে পাকিস্তানের নাম ছিল না, কিন্তু সংবাদ পরিবেশক ১৭ সেকেন্ডের মাথায় এটিকে পাকিস্তানের ঘটনা বলেই উল্লেখ করেছেন।
গুজরাটি দৈনিক সংবাদপত্র দিব্য ভাস্কর-ও এই ভিডিওটিকে এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের লাহোরের ঘটনা বলে উল্লেখ করেছে।