ব্যাঙ্গালোরে দুটি সূর্যকিরণ বিমানের সংঘর্ষে আহত ভারতীয় বায়ুসেনার এক পাইলটের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ব্যাখ্যা দিয়ে যে, তিনি নাকি পাকিস্তানি সেনার হাতে ধৃত দ্বিতীয় পাইলট । পাকিস্তানের অনেক ফেসবুক ব্যবহারকারী এবং নতুন করে পেজ খোলা অনেক পাক নাগরিক এই ভিডিওটি শেয়ার করছেন ।
ফেসবুকেও পোস্টটি ভাইরাল হয়েছে পাকিস্তানের হাতে ধৃত দ্বিতীয় ভারতীয় পাইলট হিসাবে ।
বুধবার পাক সেনাবাহিনী যে দু জন ভারতীয় পাইলটকে পাকড়াও করার দাবি জানায়, তার প্রেক্ষিতেই এই পোস্টটি ভাইরাল হয় । রয়টার জানাচ্ছে, পরে পাক সামরিক বাহিনীর মুখপাত্র জানান, দু জন নয়, একজন ভারতীয় পাইলটই তাঁদের হাতে ধরা পড়েছেন ।
তথ্য যাচাই
ভাইরাল হওয়া এই ভিডিওটি পাকিস্তানের নয়, ব্যাঙ্গালোরের, যখন এয়ারো ইন্ডিয়া বিমান প্রদর্শনীর আগের দিন মহড়া চালানোর সময় দুটি সূর্যকিরণ বিমান ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার একজন পাইলট আহত হন । ঘটনাটি ১৯ ফেব্রুয়ারির এবং ভিডিওয় যাঁকে দেখা যাচ্ছে, তিনি উইং কমান্ডার বিজয় শেলকে ।
দুর্ঘটনার পরেই ভিডিওটি ভাইরাল হয়, যেখানে এক স্থানীয় ছাত্রকে আহত পাইলটের সঙ্গে কথা বলতে এবং তাঁকে সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে, যার গোটাটাই ভিডিওটিতে ধরা পড়েছে । নীচে দেখুনঃ
বিভিন্ন মিডিয়াও ঘটনাটি রিপোর্ট করে এবং আহত পাইলটের সঙ্গে কথা বলা ব্যক্তিটির সাক্ষাত্কারও নেওয়া হয় ।