ভিডিওটি বেশ নাটকীয়। তাতে এক দল সিংহীকে একটা রাস্তার ওপর হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে মিথ্যে দাবি করা হচ্ছে যে, রাস্তাটি নাকি মহারাষ্ট্রের থানের ঘোডবন্দর রোড। থানে মুম্বাইয়ের কাছের একটি শহর।
ইউটিউব ভিডিও
ভিডিওটি সম্পর্কে জানতে চেয়ে বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে (৭৭০০৯০৬১১১) সেটি পাঠান কোনও এক ব্যক্তি।
ফেসবুকে ভাইরাল
বুম ওই একই ক্যাপশন দিয়ে সার্চ করলে দেখা যায়, ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বাঘ নয়, মুম্বাইও নয়
বুম জানতে পারে যে, ভিডিওটি গুজরাটে তোলা। তাতে গিরনার অভয়ারণ্যের কাছে জুনাগড় শহরে রাস্তার ধারে এক দল সিংহীকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
জুনাগড়ের ভবনাথ এলাকার ভারতী আশ্রমের এক বাসিন্দা ছবিটি তোলেন। এক বৃষ্টিভেজা রাতে, সিংহের একটা দলকে বসতি এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় বলে ১২ সেপ্টেম্বর ২০১৯ রিপোর্ট করে ‘টাইমস অফ ইন্ডিয়া’।
“গিরনার অভয়ারণ্য থেকে সিংহরা প্রায়ই বেরিয়ে এসে গিরনার তালেটি রাস্তার চারধারে ঘুরে বেড়ায়। কারণ, রাস্তাটা জুনাগড়ে ওই অভয়ারণ্যের খুব কাছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার,” বলেন ডেপুটি কনজারভেটার অফ ফরেস্ট ডঃ সুনীল কুমার বেরওয়াল। এ কথা জানায় সিএনএন নিউজ ১৮।