ফেসবুকে জেসিবি গাড়ি দিয়ে মূর্তি সরানোর ২৯ সেকেন্ডের একটি ভিডিও মিথ্যে দাবি সহ ভাইরাল করা হয়েছে যে সেটি পাকিস্তানের হিন্দুদের বঞ্চনার ঘটনা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধার থেকে সারি সারি মূর্তি জেসিবি গাড়ি দিয়ে সরানো হচ্ছে।
ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘পাকিস্তানে হিন্দুদের যেভাবে আপ্যায়ন করা হচ্ছে। This is how #Hindus are being treated in #Pakistan’’
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটি ২১৬ জন লাইক ও ৯১ জন শেয়ার করেছেন। ভিডিওটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটি ইনভিডের সাহায্যে ফ্রেমে ভেঙে রিভার্স ইমেজ সার্চ করে দেখেছে এটি পাকিস্তানের ঘটনা নয়।
এটি এবছরের অগাস্ট মাসের গুজরাটের আমদাবাদের ঘটনা। সবরমতী নদীর জলদূষণ রোধে দশামা প্রতিমাগুলি ভাসান না করে রাস্তার ধারে সাজিয়ে রাখা হয়। আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তার টুইটে সেকথা জানান।
বুম দেখতে পায় এই টুইটের রিপ্লাইয়ে একজন টুইটার ব্যবহারকারী জেসিবি দিয়ে মূর্তি সরানোর ওই ভিডিওটি টুইট করেন।