প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর শেষযাত্রার ভিডিও একটি মিথ্যে ক্যাপশন সহ শেয়ার করা হচ্ছে। বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় যে বিপুল জনসমাগম দেখা যাচ্ছে, তা তাঁর প্রতি জনসমর্থনের দৃশ্য।
ভিডিওটিতে দেখা যাচ্ছে মোদী আর শাহ এক জনসমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন। আর ক্যাপশন বলছে, “একেই বলে ফর্ম ভোরতে যাওয়া। চামচারা সব চোখ খুলে দেখ, সিংহ এভাবেই হাঁটে’।
(হিন্দিতে ছিল: इसे कहते है फार्म भरने जाना,,आंखें फाड़ के देख लो चमचों शेर की चाल)
ভিডিও টি এখানে দেখা যাবে, এবং সেটির আর্কাইভ ভার্সন এখানে।
দু মিনিটের ওই ভিডিওটি মোবাইল ক্যামেরায় তোলা। তাতে দেখা যাচ্ছে এক বিপুল জনতা গাঁদা ফুলে সাজানো এক গাড়ির পেছনে হাঁটছে। গাড়িটির ঠিক পেছনে হাঁটছেন প্রধানমন্ত্রী মোদী আর শাহ। তাঁদের ঘিরে আছে সুরক্ষা বাহিনীর সদস্যরা।
ওই সুসজ্জিত গাড়িটি আসলে একটি শবযান, যাতে করে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বাজপেয়ীর মরদেহ।
তথ্য যাচাই
বুম রিভার্স ইমেজ সার্চ করে। দেখা যায়, একই রকম ভিডিও ক্লিপসহ বেশ কিছু রিপোর্ট আছে। ভিডিওটি অটল বিহারি বাজপেয়ীর অন্তিমযাত্রার ওপর তোলা।
অগস্ট ১৬, ২০১৮ বাজপেয়ী তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অগস্ট ১৭, তাঁর শেষকৃত্যের মিছিল বেরয় পুরনো দিল্লি গেট থেকে।
কিন্তু ভাইরাল ভিডিওটি সম্ভবত একটি বাড়ির ব্যালকনি থেকে তোলা হয়। ফলে, “অটল বিহারি অমর রহে” ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে না।