সৈন্যদের নাচানাচি করার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভুয়ো দাবি সহ যে, বায়ুসেনার উর্দি পরা নৃত্যরত ব্যক্তিটি আর কেউ নন, উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ।
ফেসবুক ও হোয়াট্স্যাপে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই ক্লিপটির ক্যাপশন— পাকিস্তানের স্থলসেনা ও বায়ুসেনার সঙ্গে নাচছেন অভিনন্দন । সেনারা যুদ্ধ ক্ষেত্রকে পরস্পরকে ভালবাসার স্থানে পরিণত করেছে…।
ভিডিওটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না… তবে সংবাদ পোর্টাল এন২৪ এটি শেয়ার করেছে।
পোস্টটির আর্কাইভ বয়ান অবশ্য এখানে দেখতে পারেন ।
অভিনন্দনের মুক্তির নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে ফেসবুক ও টুইটারের সর্বত্রই এটি শেয়ার হতে থাকেঃ
তথ্য যাচাই
২৭ ফেব্রুয়ারি ২০১৯ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের চালানো মিগ-২১ বাইসন বিমানটি গুলি করে নামানোর পর পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে গ্রেফতার করে । পর দিন, ২৮ ফেব্রুয়ারি পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, দু দেশের মধ্যে শান্তি আনতে ধৃত অভিনন্দনকে ১ মার্চ মুক্তি দেওয়া হবে ।
পাকিস্তান একটি ভিডিও ছাড়ে, যাতে দেখা যায় অভিনন্দন চা খেতে খেতে পাক সেনা অফিসারের সঙ্গে কথা বলছেন, এটা বোঝানোর জন্য যে অভিনন্দনকে পাক সেনারা যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছে ।
বুম ভিডিওটি খুঁটিয়ে পরীক্ষা করেছে । এটা স্পষ্ট যে, নৃত্যরত সৈন্যদের কারও সঙ্গেই ভারতীয় বায়ুসেনার পাইলটের চেহারার কোনও মিল নেই । তা ছাড়া, সৈন্যরা যে উর্দি পরে আছে, তাও ভারতীয় বায়ুসেনার উর্দি নয় ।
ইন্টারনেটে ‘নৃত্যরত পাকিস্তানি সৈন্যরা’ শিরোনাম দিয়ে সন্ধান করতে আমরা ইউ-টিউবে এই একই ভিডিওটি পাই, যেটা ২৬ ফেব্রুয়ারি বালাকোটে বিমানহানার বেশ কয়েকদিন আগেই আপলোড করা ।
বেশ কয়েকটি টুইটার হ্যান্ডেল থেকেও এই একই ভিডিও টুইট করা হয় । তবে সবকটি ভিডিওরই বিবরণ এক— চিটা চোলায় বিমান হানার পর পাকিস্তানি সেনাদের নাচ ।
আমরা জুম করে নৃত্যরত দুই সেনার মুখচ্ছবি বড় করে দেখেছি, কারও চেহারার সঙ্গেই অভিনন্দনের বিন্দুমাত্র সাদৃশ্য নেই ।