সোশাল মিডিয়ায় একটি কবিতা ভাইরাল হয়েছে । শিরোনাম—আমার ভাইয়ের রক্তাক্ত নাক । দাবি করা হচ্ছে, কবিতাটি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বোনের লেখা । দাবিটা ভুয়ো । কবিতাটি উইং কমান্ডার অভিনন্দনের জেট পাক-অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ার পর তাঁকে যে পরিস্থিতির মোকাবিলা করতে হয়, তা নিয়ে লেখা ।
গত ২৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিমানবাহিনী তাঁর মিগ-২১ জেটকে গুলি করে নামানোর পর ধৃত অভিনন্দনকে আজ মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ।
তাঁকে নিয়ে লেখা কবিতাটি ফেসবুক ও টুইটারে এই ক্যাপশন দিয়ে ভাইরাল হয়েছে যে, এটি তাঁর বোন অদিতির রচনা ।
বিকেল ৫টা ৪০ মিনিটে এনডিটিভিতে বিষ্ণু সোম কবিতাটি পড়েও শোনান । তিনিও ভুল করে কবিতাটির রচয়িতা হিসাবে উইং কমান্ডারের বোনের নাম উল্লেখ করেন ।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন ।
কবিতাটির অংশঃ
আমার ভাইয়ের রক্তাক্ত নাসিকা
সে একজন অফিসার এবং একজন ভদ্রলোক
নিয়ন্ত্রণরেখার ওপারে সে নেমেছিল
তার সব চেষ্টা সত্ত্বেও ভেঙে পড়া বিমান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়ে…
তথ্য যাচাই
ভাইরাল হওয়া পদ্যটি ২৭ ফেব্রুয়ারি বরুণ রাম আয়ারের লেখা, যে দিন বায়ুসেনার পাইলট ধরা পড়েন l ফেসবুকেও আয়ার এই পদ্যটি পোস্ট করেন ।
তারপর যখন পদ্যটি ভাইরাল হতে শুরু করে উইং কমান্ডারের বোন অদিতির লেখা বলে, তখন আয়ার ফেসবুকে পোস্ট করে জানান যে, পদ্যটি আসলে তাঁরই লেখা ।
বুম শ্রীযুক্ত আয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বীকার করেন, উইং কমান্ডার অভিনন্দনের শৌর্যের প্রতি শ্রদ্ধা জানাতে তিনিই এটি লিখেছিলেন ।