গুজরাটের গির অভয়ারণ্যের বিলখা এলাকায় একটি সিংহের রাস্তা পার হওয়ার ভিডিও মুম্বইয়ে আরে মিল্ক কলোনির দৃশ্য বলে সোশাল মিডিয়ায় চালানো হচ্ছে । উল্লেখ্য, আরে কলোনিতে বেশ কিছু গাছপালা ও সবুজের ছড়াছড়ি রয়েছে ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সিংহ পিচ-মোড়া রাস্তা পার হচ্ছে আর স্তম্ভিত মোটর-আরোহীরা গাড়ি থামিয়ে দৃশ্যটি তাঁদের ক্যামেরা-ফোনে তুলে রাখছেন ।
বেশ কয়েক দশক আগে মুম্বইয়ের গোরেগাঁও পূর্ব এলাকায় এই আরে কলোনিটি স্থাপন করা হয়েছিল প্রধানত একটি ডেয়ারি কলোনি হিসাবে । মুম্বইয়ের অবশিষ্ট এলাকাগুলি ঘন বসতিপূর্ণ হলেও এই এলাকাটি অপেক্ষাকৃত ফাঁকা এবং এখানে প্রচুর গাছপালাও রয়েছে, যে জন্য এখানে মাঝে-মধ্যেই টিতাবাঘের দেখা পাওয়া যায় । তাই সম্ভবত সিংহ বেরনোর গুজবটিও অনেকের কাছেই কিছুটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে ।
मुंबई में शेर रहते है....? pic.twitter.com/w3JFtxTopt— Dinesh Kumar (@DineshRedBull)
?ref_src=twsrc%5Etfw">July 18, 2019
পোস্টটির আর্কাইভ সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন ।
দীনেশ কুমারের পোস্ট করা এই ভিডিওটিই টিভি-অভিনেতা করণ প্যাটেলও তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ।
তথ্য যাচাই
জনৈক টুইটার ব্যবহারকারী তাঁর পোস্টে ভিডিওটি গুজরাটের সাসান গির এলাকায় তোলা বলে জানিয়েছেন ।
This video is from sasan gir Gujarat not from MUMBAI— Jayendra patel (@jayendra967500)
?ref_src=twsrc%5Etfw">July 18, 2019
বুম ভিডিওটিকে মূল ফ্রেমে ভেঙে অনুসন্ধান চালিয়ে দেখেছে, এটি দিব্য ভাস্কর নামে একটি কাগজে ছাপা ভিডিওর দিকে নির্দেশ করছে, যেখানে বলা হয়েছে, ছবির সিংহটি গুজরাটের জুনাগড় অঞ্চলে রাস্তা পার হচ্ছিল ।
আসলে সিংহটি গির জাতীয় উদ্যানের বিলখা রোড অঞ্চল দিয়ে রাস্তা পার হচ্ছিল ।
একই খবরের রিপোর্ট এবিপি অস্মিতা এবং নিউজট্র্যাক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় ।