সোশাল মিডিয়ায় আরএসএস স্বয়ং সেবকদের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড জেতার পর নাগপুরে আরএসএসের প্রধান কার্যালয়ে কার্যকর্তাদের উচ্ছাসের ভিডিও সেটি।
ভিডিওটির অডিওতে হিন্দিতে শোনা যায়, ‘আরএসএস কর্যকর্তাদের এরকম ছবি হয়ত আপনারা আগে কখনও দেখেননি। পরনে খাঁকি প্যান্ট ও সাদা জামা আর মাথায় কোলো টুপিতে উৎফুল্ল স্বয়ংসেবক। মজার ব্যাপার হল—স্বয়ংসেবকদের মধ্যে উৎফুল্ল নাচ গান করা বেশিরভাগই বয়স্ক। এই ছবি নাগপুরের প্রধান কার্যালয়ের বাইরের।’
ভিডিওটিতে ইংরেজিতে লেখা রয়েছে, নাগপুর হেডকোয়ার্টার (উপরে) ২০১৯ আইসিসি বিশ্ব কাপে ইংল্যান্ড জেতার পর(নীচে)।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে ‘রক্ত কখনো বেইমানি করেনা। ব্রিটিশ প্রভুদের বিজয়ে উচ্ছসিত আরএসএস!’
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ৮,৬০০ জন ভিডিওটি দেখেছে। লাইক করেছে ১৩৫ জন ও শেয়ার করেছে ৩৮১ জন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
আর একটি অন্য দাবি সহ একইকরমের ভিডিও টুইটারেও ভাইরাল হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ১,২৩৫ জন লাইক ও ২৬০ জন রিটুইট করেছে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
ভিডিওটি তে হিন্দিতে লেখা রয়েছে ‘প্রথমবার দেখুন আরএসএসের এরকম ছবি।’ সঙ্গে রয়েছে সংবাদ চ্যানেল ইন্ডিয়াটিভির লোগো।
বুম ইউটিউবে ‘আরএসএস ডান্সিং’ লিখে কিওয়ার্ড সার্চ করেছিল। বুম ইন্ডিয়াটিভির মূল ভিডিওটি খুঁজে পেতে সক্ষম হয়েছে। ভিডিওটিতে শিরোনাম লেখা (ইংরেজিতে) হয়েছে, ‘নাগপুরে আরএসএস কর্মীদের বৈঠকের আগে নাচতে দেখা যাচ্ছে’
১৭ ডিসেম্বর ২০১৫ ভিডিওটি ইন্ডিয়া টিভি আপলোড করেছিল তাদের ইউটিউব চ্যানেলে।
মূল ভিডিওটিতে পরের অংশে শোনা যায়, ‘‘...আরএসএস-এর তৃতীয় শিক্ষাবছরের এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ৪০-৫০ বছর বয়সী ৬০০ জনের বেশি স্বয়ংসেবক পৌছেছিলেন। অনু্ষ্ঠান শেষ হতেই স্বয়ংসেবকদের উল্লস ছিল দেখার মত। ওনারা সঙ্গীতের তালে নাচতে শুরু করেন।...’’
ইউটিউবে ভিডিওটির বর্ণনায় লেখা(ইংরেজিতে) হয়েছিল, ‘‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তার মন্ত্রীসভার সহকর্মীদের নিয়ে নাগপুরে আরএসএস সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোশির সঙ্গে বৈঠকে আসা উপলক্ষে দেখুন আরএসএস কর্মীদের নাচ।
(মূল ইংরেজিতে, ‘‘Watch dance of RSS activists ahead of Maharashtra Chief Minister Devender Fadnavis along with his Cabinet colleagues meeting with RSS general secretary Suresh Bhaiyyaji Joshi in Nagpur.’’)