Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

২০০০ টাকার নোট কি ১০ অক্টোবর থেকে বাতিল হতে চলেছে? হোয়াটসঅ্যাপ বার্তাটি ভুয়ো

একটি বার্তায় সম্পূর্ণ মিথ্যে দাবি করা হচ্ছে যে, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ১০ অক্টোবর থেকে ২০০০ টাকার নোট বাতিল করতে চলেছে।

By - Mohammed Kudrati | 14 Oct 2019 8:29 AM IST

একটি ভাইরাল বার্তায় বলা হচ্ছে যে ১০ অক্টোবর ২০১৯ থেকে ২০০০ টাকার নোট বাতিল হয়ে যাবে। এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে।

বার্তাটি ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপে। তাতে আরও বলা হয়েছে যে, টাকা তোলার সীমাও বেঁধে দেওয়া হয়েছে—১০ দিনে ৫০,০০০ টাকা। আর পাঠকদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন যত তাড়াতাড়ি সম্ভব ২০০০ টাকার নোট বদলে নেন।

১ জানুয়ারি ২০২০ সালে ১০০০ টাকার নোট বাজারে আসছে। তাই এই পরিবর্ত ঘটানো হচ্ছে বলে দাবি করা হয়েছে ওই বার্তায়।

ওই বার্তা বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনেও (৭৭০০৯০৬১১১) একাধিকবার আসে।

বুম দেখে যে বার্তাটি ফেসবুকেও ভাইরাল হয়েছে।

কিছু টুইটার ব্যবহারকারীও বার্তাটি টুইট করেন।





বুম রিজার্ভ ব্যাঙ্কের এক মুখপাত্রর সঙ্গে কথা বলে। ওই ভাইরাল বার্তা সম্পর্কে উনি জানতেন। মুখপাত্রটি বলেন:

“আরবিআই সেরকম কোনও নির্দেশ দেয়নি। নোট সম্পর্কে বার্তাটি ভুল। আসল তথ্য জানতে সবসময় আরবিআই-এর নিজস্ব চ্যানেল দেখুন।

অর্থনীতিতে যে টাকার নোট চলছে, তার ৩% হল ২০০০ টাকার নোট: আরবিআই রিপোর্ট

৮ নভেম্বর ২০১৬’য় নোট বাতিলের পর ২০০০ টকার নোট বাজারে ছাড়া হয়। ওই নোট সংক্রান্ত কিছু তথ্য দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক:

১) অর্থনীতিতে যত নোট চলছে তার মধ্যে ২০০০ টাকার নোটের অনুপাত কত।

২) অর্থনীতিতে যত নোট চলছে তার মধ্যে ২০০০ টাকার নোটের মূল্য কত।

ওই পরিসংখ্যানগুলি ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে মার্চের শেষে প্রকাশিত রিজার্ভ ব্যাঙ্কের বাৎসরিক রিপোর্টে আছে।

আরবিআইয়ের ২০১৯ সালের রিপোর্টে দেখা যাচ্ছে যে, অর্থনীতিতে চালু নোটের পরিমাণের মধ্যে ২০০০ টাকার অনুপাত হল ৩% আর সামগ্রিক চালু টাকার মূল্যের অনুপাতে তার মূল্য হল ৩১.২%। দেখা যাচ্ছে, ২০১৭ সালের তুলনায় শতাংশ হার কমেছে। তখনকার পরিসংখ্যান ছিল যথাক্রমে ৩% আর ৫০.২%।

https://public.flourish.studio/resources/embed.js

তবে বছর বছর ২০০০ টাকার নোটের আনুপাতিক হার কমতে থাকার প্রবণতার সঙ্গে ভাইরাল বার্তাটি সামঞ্জস্যপূর্ণ।

কিন্তু সংখ্যা আর মূল্যের নিরিখে ২০০০ টাকার অনুপাত কমতে থাকলেও, সেটিকে তুলে নেওয়ার কোনও ইঙ্গিত রিজার্ভ ব্যাঙ্ক বা সরকার দেয়নি।

ব্যাঙ্ক সংক্রান্ত ভুয়ো খবরের বন্যা

পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাঙ্কের (পিএমসি ব্যাঙ্ক) বিপর্যয়ের বিষয়টা ২৪ সেপ্টেম্বর সামনে আসার পর থেকে, ভারতে ব্যাঙ্ক ব্যবস্থা সম্পর্কে একাধিক ভুয়ো খবর বুম খণ্ডন করে।

এই ভাইরাল বার্তাটি হল বুমের খারিজ-করা খবরগুলির মধ্যে সাম্প্রতিকতম। অন্যগুলি পড়ুন:

পিএমসি ব্যাঙ্ক বিপর্যয় সম্পর্কে প্রাথমিক ধারণা করার জন্য আরও পড়ুন:

Related Stories