বলিউড অভিনেতা হৃতিক রোশনের 'ফ্রি প্যালেস্তাইন' দাবির ভিডিও বার্তা ভুয়ো
হৃতিক রোশনের প্যালেস্তাইনের মুক্তির পক্ষে বার্তার ভিডিওটি ২০২০ সালের একটি ইনস্টাগ্রাম পোস্ট সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
সোশাল মিডিয়ায় একটি সম্পাদিত ভিডিও (morphed video) পোস্ট করে দাবি করা হয়েছে বলিউড অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan) প্যালেস্তাইনের (Palestine) সমর্থনে মন্তব্য করছেন।
হৃতিক রোশন প্যালেস্তাইনের মুক্তির পক্ষে বার্তা দিয়ে কোনও ভিডিও প্রকাশ করেননি। ভাইরাল ভিডিওটি ২০২০ সালের একটি ইনস্টাগ্রাম পোস্ট সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
প্যালেস্তাইন ও ইজরায়েলের সংঘাত কয়েক দশকের পুরনো। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের রাজধানী তেল আভিবে গড়ি চাপা পড়ে ইতালির এক পর্যটক মারা যায় ও আহত হয় আরও ৫ জন। গোলাগুলিতে ইজরায়েল অধিকৃত ওয়েস্টব্যাঙ্কে মারা যায় দুই ইজরায়েলি ব্যক্তি। নতুন করে দুই দেশের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। ভাইরাল ভিডিওটি এই প্রেক্ষিতেই ছড়ানো হচ্ছে।
রিলটির ভিডিওতে হৃতিক রোশনকে বলতে শোনা যায়, “প্যালেস্তাইন আই লাভ ইউ। ফ্রি প্যালেস্তাইন।” (প্যালেস্তাইন আমি তোমাকে ভালবাসি। প্যালেস্তাইনের মুক্তি চাই)
রিলটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “দেখো বলিউড অভিনেতা সুপারস্টার হৃত্বিক রোশন ফিলিস্তিন কথা বলছে আর আমরা ভারতের মুসলিম হয়ে কিছু বলতে পারিনি না আমদের ইমান নেই মজবুত”। (বানান অপরিবর্তিত)
ফেসবুক রিলটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম রিলটির ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স সার্চ করে ২৭ মার্চ ২০২০ একই পোশাকে হৃতিক রোশনকে তাঁর ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে পোস্ট করতে দেখে।
করোনাভাইরাস অতিমারি চলাকালীন বৃহনমুম্বই পৌরকর্পোরেশনকে ট্যাগ করে তিনি ক্যাপশন লেখেন, “তরুণ বন্ধু যারা রয়েছ তাদের প্রতি আমার তরফে একটি বার্তা। তুমি এই লড়াইয়ে আশা এবং নায়ক হতে পারো।”
ভিডিওটি মূলত হৃতিক রোশনের করোনা সংক্রান্ত সচেতনতা ও সতর্কতা প্রসঙ্গে।
বুম নিশ্চিত হয়েছে ভাইরাল ভিডিওটিতে ফিল্টার যোগ করে নেপথ্যে শব্দ জোড়া হয়েছে। নিচে ভাইরাল ভিডিও এবং আসল ভিডিওর দৃশ্যের তুলনা দেওয়া হল।
বুম দেখে সম্প্রতি হৃতিক রোশন প্যালেস্তাইনের মুক্তির পক্ষে বার্তা দিয়ে কোনও ভিডিও প্রকাশ করেননি।
আরেক বলিউড অভিনেতা অক্ষয় কুমার প্যালেস্তাইনের মুক্তির পক্ষে বার্তা দিয়েছেন এই দাবিতে ভাইরাল হওয়া একটি সম্পাদিত ভিডিও বুম সম্প্রতি তথ্য-যাচাই করেছে।